Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paschim Banga Vigyan Mancha: করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে গেল সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

Paschim Banga Vigyan Mancha: রাজ্যজুড়ে করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে গেল আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ২০২২।

Paschim Banga Vigyan Mancha: করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে গেল সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
আচার্য সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ও প্রযুক্তি মেলা (ছবি - মেলা কমিটির ওয়েবসাইট)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2022 | 9:04 PM

কলকাতা: করোনার বাড়বাড়ন্ত রাজ্যে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সংক্রমণ গুরুতর না হলেও, আক্রান্তের সংখ্যা বাড়লে স্বাস্থ্য পরিকাঠামোর উপর, বিশেষত বহির্বিভাগের উপর চাপ বাড়ার একটি দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে শারীরিক দূরত্ববিধি পালন করা এবং মাস্ক পরার কোনও বিকল্প নেই। রাজ্যজুড়ে এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে গেল আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ২০২২।

বন্ধ হল সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। করোনার সংক্রমণ ক্রমেই বাড়তে থাকায় মেলা কমিটির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, শারীরিকবাবে উপস্থিত থেকে সমস্ত রকমের প্রদর্শনী এবং কার্যক্রম আপাতত স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে আয়োজিত এই আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বাকি পাঁচটা মেলা থেকে অনেকটাই আলাদা। বিভিন্ন স্কুল পড়ুয়াদের জন্য এই মেলায় বিভিন্ন ধরনের প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়।

একাধিক প্রতিযোগিতা হবে অনলাইন মাধ্যমে

বর্তমানে যা পরিস্থিতি, তাতে মেলায় সশরীরে উপস্থিতি বন্ধ করা হলেও পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের সত্যেন্দ্র নাথ বসু বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কমিটির তরফে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় প্রত্যেকবার বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবার সশরীরে মেলায় উপস্থিত থাকতে না পারলেও, সেই প্রতিযোগিতাগুলিতে অংশ নিতে পারবেন পড়ুয়ারা। একাধিক প্রতিযোগিতা এবার অনলাইন মোডে আয়োজন করা হচ্ছে। তার মধ্যে রয়েছে ট্যালেন্ট হান্ট, কুইজ, মডেল প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা। এই সবই এবার অনলাইনে আয়োজন করা হবে। মেলা কমিটির তরফে এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলার ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

রাজ্যের করোনা পরিস্থিতি কীরকম?

রাজ্যে আবারও একলাফে অনেকটা বেড়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ১৮ হাজারের বেশি মানুষ। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ৭ হাজার পেরিয়েছে। তবে রাজ্যে করোনা পরীক্ষার হার অনেকটাই বাড়ানো হয়েছে। রাজ্যে হু হু করে রাজ্যে সংক্রমণ বাড়ছে বটে, তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ বলছেন – সতর্ক থাকতে হবে, তবে ভয় পেলে চলবে না। সাম্প্রতিক পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে, যেমন সুনামির মতো করে সংক্রমণ বেড়েছে, ততটাই দ্রুত হারে সংক্রমণ কমবে। দক্ষিণ আফ্রিকায় ইতিমধ্যেই সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হয়ে গিয়েছে। আমাদের দেশে তথা রাজ্যেও করোনার এই নতুন ভ্যারিয়েন্ট ততটা ভয়ঙ্কর এখনও হয়নি। হাসপাতালে ভর্তির হার তুলনামূলকভাবে অনেকটাই কম। অক্সিজেনের চাহিদা দ্বিতীয় ঢেউয়ের সময় যেমনভাবে দেখা গিয়েছিল, তেমন ভয়ঙ্কর পরিস্থিতি এখনও তৈরি হয়নি।

তবে এই দেখে মুখ থেকে মাস্ক নামিয়ে দিলে চলবে না। দেশে ওমিক্রনই যে ডমিনেন্ট ভ্যারিয়েন্ট হয়ে উঠেছে, এমন কোনও স্পষ্ট তথ্য নেই এখনও আমাদের হাতে। সুতরাং, ওমিক্রনের পাশাপাশি আমাদের আশেপাশে ডেল্টা এবং ডেল্টা প্লাসও ঘুরে বেরাচ্ছে। তাই এই পরিস্থিতির মোকাবিলায় ভয় নয়, বরং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরা – এই হাতিয়ারেই কাবু হবে করোনা।

আরও পড়ুন : Paracetamol: করোনা বাড়তেই বাজার থেকে ‘উধাও’ প্যারাসিটামল, জোগানের অভাবে বিপাকে ক্রেতারা