TMC leaders threatening oppositions: কতটা ফোঁস করলে ছোবল হয়? কথার ‘বিষে’ দগ্ধ কোচবিহার থেকে কাকদ্বীপ
TMC leaders threatening oppositions: আরজি কর নিয়ে বিরোধীদের আক্রমণের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'ফোঁস' করতে বলেছেন। তারপরই বিভিন্ন জেলায় তৃণমূল নেতা-নেত্রীদের হুঁশিয়ারি দিতে দেখা যায়। তৃণমূল নেতা-নেত্রীদের হুঁশিয়ারির জবাব দিয়েছেন বিরোধীরা।

কলকাতা: কেউ বলছেন জিভ ছিঁড়ে নেওয়ার কথা। ডাংয়ের বাড়ি মারার হুঁশিয়ারি দিচ্ছেন কেউ। দংশনের নিদানও দিচ্ছেন কেউ। রাজ্যের বিভিন্ন প্রান্তেই তৃণমূল নেতা-নেত্রীদের এই ‘ফোঁস’-র গর্জন শোনা যাচ্ছে। সেই তালিকায় তৃণমূল বিধায়ক যেমন রয়েছেন। আবার জেলা পরিষদের সদস্যও রয়েছেন। আর এই কথার ‘বিষে’ দগ্ধ রাজ্য রাজনীতি। আরজি কর কাণ্ড নিয়ে রাজ্যের শাসকদলকে লাগাতার নিশানা করে চলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে গত বুধবার (২৮ অগস্ট) তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির কথা ফের বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই বিরোধীদের সমালোচনা নিয়ে তিনি বলেন, “আমি বাংলাকে অসম্মান করতে দেব না। আমায় অনেক গালাগালি দিয়েছেন। অনেক অসম্মান করেছেন। আমি অনেক ভেবেছি।...





