Attack on Anis Khan’s brother: আনিসের বাড়িতে SFI-DYFI, সলমনের উপর হামলার প্রতিবাদে আমতা থানা ঘেরাওয়ের ডাক

Attack on Anis Khan's brother: আনিসের ভাই সলমনের উপর হামলা। রবিবার আমতা থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে এসএফআই-ডিওয়াইএফআইয়ের তরফে।

Attack on Anis Khan's brother: আনিসের বাড়িতে SFI-DYFI, সলমনের উপর হামলার প্রতিবাদে আমতা থানা ঘেরাওয়ের ডাক
আনিসের বাড়িতে SFI-DYFI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2022 | 4:53 PM

কলকাতা: আনিস-হত্যা মামলায় অন্যতম সাক্ষী আনিসের খুড়তুতো ভাই সলমন খান। শুক্রবার রাতে আনিসের ভাই সলমন খানের ওপর ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ ঘটনা নিয়েই ফের তোলপাড় বাংলার রাজ্য-রাজনীতি। পরিবারের অভিযোগ, আনিস মৃত্যুর অন্যতম প্রধান সাক্ষী হওয়ার কারণেই এর আগে বারবার হুমকির সম্মুখীন হতে হয়েছে সলমনকে। এবার একেবারে হামলা। এদিকে শনিবার দুপুরেই আনিসের বাড়িতে গেলেন SFI-DYFI নেতৃত্ব। বাম ছাত্র-যুবদের তরফে যে প্রতিনিধি দল এদিনে সেখানে যান তাঁদের মধ্যে ছিলেন প্রতীকউর রহমান, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত ও হাওড়া জেলার ছাত্রযুব নেতারা। 

আনিসের বাড়ি থেকে সরাসরি আমতা থানায় যাওয়ার কথা রয়েছে প্রতীকউর, ধ্রুবজ্য়োতিদের। আনিস মামলার মূল সাক্ষী হওয়ার পরেও কেন সলমনের উপর হামলা আটকালো গেল না? কেন হল প্রাণঘাতী হামলা? কেন এভাবে বারবার প্রশ্নের মুখে পড়ছে এলাকার নিরাপত্তা সে বিষয়ে উত্তর চাইবেন তাঁরা। এমনকী এ ঘটনার প্রতিবাদে রবিবার আমতা থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে এসএফআই-ডিওয়াইএফআইয়ের তরফে। প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় আনিস খানের। সেই রাতেই আনিসের বাড়িতে গিয়েছিল পুলিশ। তাই আনিসের মৃত্যু স্বাভাবিক নাকি খুন, তা নিয়ে প্রশ্ন ওঠে। এবার তাঁর ভাইয়ের উপর মৃত্যুতে এ মামলা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়ে গেল। 

অন্যদিকে এ ঘটনার পর নতুন করে নড়েচড়ে বসেছে সিআইডি। সূত্রের খবর, এদিন আনিসের বাড়িতে আসেন সিআইডি-র ৪ সদস্যের টিম। এদিকে শুরু থেকে আনিস খানের মৃত্যুতে আঙুল ওঠে পুলিশের দিকে। সিট গঠন করে তদন্তে শুরু করে পুলিশ। তবে আগে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল পরিবারের তরফে। এদিকে পরিবারের আবেদন খারিজ হয়ে যায় আদালতে। এদিকে এবার সলমনের উপর আক্রমণের পরেও সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছে পরিবার।