State Advocate General: রাজ্যের পছন্দের পাত্র না হওয়াতেই সরলেন সৌমেন্দ্রনাথ?

State Advocate General: সম্প্রতি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সরকারি আইনজীবীদের বিক্ষোভের বিরোধিতাও করেন তিনি। সব মিলিয়ে শাসকদলের পছন্দ থেকে ক্রমশই দূরে চলে যাচ্ছিলেন বলেই খবর। সে কারণেই কী তিনি পদত্যাগ করলেন? বাড়ছে জল্পনা।

State Advocate General: রাজ্যের পছন্দের পাত্র না হওয়াতেই সরলেন সৌমেন্দ্রনাথ?
রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 9:44 PM

কলকাতা: এক সরকারের আমলে বদল তিন অ্যাডভোকেট জেনারেল। জয়ন্ত মিত্র, কিশোর দত্ত এবং সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। নতুন এজির নাম হিসাবে উঠে আসছে ফের কিশোর দত্তের নাম। কিন্তু কেন বদল? তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। সূত্রের খবর, অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বার বার নবান্নের সংঘাতের জেরেই দেখা গিয়েছে লাগাতার এই বদল। সদ্য পদত্যাগ করা সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গেও একই সমস্যা হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের। আইনজীবীদের একাংশ জানিয়েছেন, সৌমেন্দ্রবাবু ওরফে গোপালবাবু স্পষ্ট জানিয়েছিলেন, সংবিধান সম্পর্কিত মামলা ছাড়া আর কিছুতে তিনি লড়তে যাবেন না। এমনকি নিয়োগ দুর্নীতি মামলায় মাত্র একদিন তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সরকারের হয়ে মামলায় সওয়াল করেন বলে খবর। 

সম্প্রতি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সরকারি আইনজীবীদের বিক্ষোভের বিরোধিতাও করেন তিনি। সব মিলিয়ে শাসকদলের পছন্দ থেকে ক্রমশই দূরে চলে যাচ্ছিলেন বলেই খবর। আবার রাজনৈতিক মহলের ব্যখ্যা, আইনজীবী কিশোর দত্ত এর আগে যেভাবে একাধিক মামলায় সিবিআই তদন্তের বিরুদ্ধে এজি হিসেবে সওয়াল করেছেন তা নবান্নের বিশেষ পছন্দের ছিল। আর সেই কারণেই তাঁকে আবার সামনে আনার জন্য এক পক্ষের চাপ বাড়ছিল। সব মিলিয়ে বিদেশে থাকাকালীন এভাবে রাজ্যপালকে পদত্যাগ পত্র পাঠানোয় রাজ্যের সদ্য প্রাক্তন এজি ও নবান্নের ঠান্ডা লড়াই যে চলছিল সেটা স্পষ্ট। এমনই মত ওয়াকিবহাল মহলের।

এদিনই রাজ্যপালের কাছে নিজের পদত্যাগ পত্র ই-মেলে পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তবে এখনও পর্যন্ত সেই পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে খবর। তা গৃহীত হওয়ার পরই খাতায় কলমে নতুন অ্যাডভোকেট জেনারেলের নাম সামনে আসবে।