Mamata Banerjee: অবশেষে মমতার মুখোমুখি বাইরন, কী পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী?

West Bengal Assembly: মুখ্যমন্ত্রীর সঙ্গে কী নিয়ে কথা হল সাগরদিঘির বিধায়কের? সূত্রের খবর, স্বল্প সময়ের কথোপকথনে বাইরনকে মন দিয়ে, ভাল করে কাজ করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

Mamata Banerjee: অবশেষে মমতার মুখোমুখি বাইরন, কী পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী?
মমতার সঙ্গে বাইরনের সাক্ষাৎImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 7:55 PM

কলকাতা: কংগ্রেসের টিকিটে সাগরদিঘির উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন। তারপর কিছুদিনের মধ্যেই মোহভঙ্গ। কংগ্রেস ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন বিধায়ক বাইরন বিশ্বাস। আর এবার অবশেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সাক্ষাৎ হল বাইরনের। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে যান কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। সূত্রের খবর, এদিন দলনেত্রীর সঙ্গে মিনিট তিন-চারেক কথা হয় বাইরনের।

মুখ্যমন্ত্রীর সঙ্গে কী নিয়ে কথা হল সাগরদিঘির বিধায়কের? সূত্রের খবর, স্বল্প সময়ের কথোপকথনে বাইরনকে মন দিয়ে, ভাল করে কাজ করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। বাকি কথা পরবর্তী সময়ে হবে বলে ঘাসফুলে যোগ দেওয়া সাগরদিঘির বিধায়ককে বলেছেন তৃণমূল সুপ্রিমো।

উল্লেখ্য, এদিন বিধানসভার নিজের ঘরে বিভিন্ন মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়েই বিধায়কদের সঙ্গে নিয়ে তাঁদের সঙ্গে সমন্বয় রক্ষা করে মন্ত্রীদের কাজ করার জন্য মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন বলেও সূত্র মারফত জানা যাচ্ছে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নবজোয়ার কর্মসূচি চলাকালীনই ঘাসফুলে যোগ দিয়েছিলেন বাইরন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন সাগরদিঘির বিধায়ক। বিধানসভা উপনির্বাচনে জয়ের তিন মাসের মধ্যেই এই মোহভঙ্গ হয়েছিল বাইরনের। তৃণমূলে যোগ দিয়েই বিধায়ক দাবি করেছিলেন, তিনি কংগ্রেসের ভোটে জেতেননি, তিনি জিতেছেন নিজের ভাবমূর্তির জোরে। এখন পরিস্থিতি এমন, বাইরন বিধানসভার ভিতরে কংগ্রেসের বিধায়ক। কিন্তু বাইরে তৃণমূলের লোক। দলবদল করা বাইরনের বিধায়ক পদ খারিজের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস শিবির। জাতীয় নির্বাচন কমিশন ও বিধানসভার অধ্যক্ষের কাছে ইতিমধ্যেই এই মর্মে চিঠি লিখেছেন আইনজীবী সৌমশুভ্র রায়।