Babita Sarkar: খাতায়-কলমে আর শিক্ষক রইলেন না ববিতা, সুপারিশ পত্র বাতিল SSC-র
Babita Sarkar: ঘটনার সূত্রপাত হয়েছিল গত বছরের ২৪ জুলাই। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ বেআইনি বলে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শিলিগুড়ির ববিতা সরকার।
কলকাতা: ববিতা সরকারের (Babita Sarkar) সুপারিশ বাতিল করল এসএসসি (SSC)। সূত্রের খবর, এই সুপারিশ পত্র বাতিলের অর্থ, কয়েকদিনের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ তাঁর নিয়োগ বাতিল করবে। সুপারিশ বাতিল করায় খাতায় কলমে ববিতা আর শিক্ষক রইলেন না। যদিও, হাইকোর্টের একক বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন ববিতা।
ঘটনার সূত্রপাত হয়েছিল গত বছরের ২৪ জুলাই। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ বেআইনি বলে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শিলিগুড়ির ববিতা সরকার। তাঁর বক্তব্য ছিল, তাঁর চাকরি মন্ত্রী কন্যা ক্ষমতার বলে দখল করেছে। আদালতে ববিতার অভিযোগ প্রমাণিত হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় অঙ্কিতার। কোর্টের নির্দেশেই সেই জায়গায় চাকরি পান ববিতা। শুধু তাই নয়, অঙ্কিতার ৪৩ মাসের বেতনের টাকাও ফেরত দিতে বলা হয়েছিল এবং সেই টাকা ববিতাকে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। ।
ববিতা চাকরি পাওয়ার পরেই তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন ওই পদের অন্যতম দাবিদার অনামিকা রায়। তাঁর বক্তব্য ছিল, ববিতার প্রাপ্ত নম্বর ৬০ শতাংশ নয়। অথচ তিনি ৬০ শতাংশ লেখেন ফর্মে। যে কারণে ববিতার অ্যাকাডেমিক স্কোর বেড়ে যায়। ববিতার থেকে নম্বর বেশি অনামিকার। ফের শুরু হয় মামলা।
এরপর গত ১৬ মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশে চাকরি যায় ববিতার। অনামিকা সেই চাকরি পান। একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যান ববিতা। সেই মামলার শুনানি হবে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে।