TMC: তপনের বাড়িতে প্রতিবছর যান, ভবিষ্যতেও যাবেন, ঘনিষ্ঠ মহলে জানালেন সুদীপ: সূত্র

TMC: সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি তপন ঘোষের বাড়িতে গিয়েছিলেন। সুদীপের ছেলেবেলার বন্ধু তপন। প্রতিবছরই তিনি যান। ভবিষ্যতেও যাবেন।

TMC: তপনের বাড়িতে প্রতিবছর যান, ভবিষ্যতেও যাবেন, ঘনিষ্ঠ মহলে জানালেন সুদীপ: সূত্র
সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায়
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2022 | 9:26 PM

কলকাতা: বিজেপির উত্তর কলকাতার সভাপতি তমোঘ্ন ঘোষের বাড়িতে দুর্গাপুজোয় অষ্টমীর দিন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। তৃণমূল বিধায়ক তাপস রায় এই নিয়ে তৃণমূলে ‘ডেডিকেটেড লয়ালিস্ট’ আর ‘ডিভাইডেড লয়ালিস্ট’-এর তত্ত্বের কথা তুলে ধরেছিলেন। বুধবার দুপুরে আবার কুণাল ঘোষ গিয়েছিলেন তাপস রায়ের বাড়িতে। সেখানেও কুণাল ঘোষকে পাশে বসিয়ে তাপস রায় বলেন, তিনি তাঁর মন্তব্যে অটল রয়েছেন। যদিও এই নিয়ে সুদীপ বাবুর কোনও প্রতিক্রিয়া এখনও সংবাদমাধ্যমের সামনে পাওয়া যায়নি। তবে সুদীপ বাবুর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তাপস বাবুর এ হেন মন্তব্যকে বিশেষ পাত্তা দিচ্ছেন না তৃণমূলের বর্ষীয়ান সাংসদ।

উত্তর কলকাতার জেলা তৃণমূল সভাপতি তথা লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি তপন ঘোষের বাড়িতে গিয়েছিলেন। সুদীপের ছেলেবেলার বন্ধু তপন। প্রতিবছরই তিনি যান। ভবিষ্যতেও যাবেন। যখন তপনের বাড়িতে গিয়েছিলেন সুদীপ, তখন তিনি একাই গিয়েছিলেন। মিনিট দশেক সেখানে ছিলেন সুদীপ বাবু। ঘনিষ্ঠ মহলে নাকি তেমনই জানিয়েছেন তৃণমূল সাংসদ।

ঠিক কী বলেছিলেন তাপস রায়? তৃণমূল বিধায়ক বলেন, “পার্টিতে এই মুহূর্তে ডেডিকেটেড লয়ালিস্ট আর ডিভাইডেড লয়ালিস্ট – দুই ভাগ হয়েছে। ডিভাইডেড লয়ালিস্টরা অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখছেন।” সেই সঙ্গে তাঁর আরও সংযোজন ছিল, “খোঁজ নিন তমোঘ্নদের বাড়ির অষ্টমী পুজোয় শুভেন্দু আর সুদীপ দু’জনেই গিয়েছিলেন।” আর এই নিয়েই জোর শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। সোমবারই উত্তর কলকাতার সাংগঠনিক জেলায় বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তমোঘ্ন ঘোষ। তিনি হলেন তপন ঘোষের পুত্র। আর তপন ঘোষ হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সহকারী। উল্লেখ্য, এদিন দুপুরে কুণাল ঘোষ যখন তাপস রায়ের বাড়িতে গিয়েছিলেন, তখন কুণাল ঘোষ বলেছিলেন, “পুজোর বাতাবরণ তো… সামাজিক ব্যাপার দেখা হচ্ছে। সব খবর সংগ্রহ করা হচ্ছে।”