Ajay krisna Bhadra: মাটিতে ফেলে বুকে-পেটে লাথি কালীঘাটের কাকু-র দাদা অজয়কৃষ্ণকে, চালকের কুকীর্তি ফাঁস হতেই আক্রমণ

Ajay Krisna Bhadra: জানা গিয়েছে, গত ৩০ তারিখ বেহালা উত্তরসূরী ক্লাবে জেনারেল মিটিং ছিল। সেই মিটিংয়ে ক্লাবেরই একটি চালক রাজু দাসের বিভিন্ন কুকীর্তির কথা প্রকাশ্যে আনেন।

Ajay krisna Bhadra: মাটিতে ফেলে বুকে-পেটে লাথি কালীঘাটের কাকু-র দাদা অজয়কৃষ্ণকে, চালকের কুকীর্তি ফাঁস হতেই আক্রমণ
অজয়কৃষ্ণ ভদ্রImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 10:44 AM

বেহালা: আক্রান্ত সুজয়কৃষ্ণ ভদ্রের দাদা অজয়কৃষ্ণ ভদ্র। ক্লাবের সদস্যদের দ্বারা আক্রান্ত হয়েছেন তিনি। মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়েছে তাঁকে। রীতিমতো ঘুষি মারা হয়। পাশাপাশি বুকে পেটে লাথিও মারা হয় বলেও অভিযোগ।

জানা গিয়েছে, গত ৩০ তারিখ বেহালা উত্তরসূরী ক্লাবে জেনারেল মিটিং ছিল। সেই মিটিংয়ে ক্লাবেরই একটি চালক রাজু দাসের বিভিন্ন কুকীর্তির কথা প্রকাশ্যে আনেন। সামনে তুলে ধরেন। অভিযোগ, তারপর রাস্তায় বেরনোর সঙ্গে-সঙ্গে অভিযুক্ত রাজু দাস তাঁকে ফেলে মারধক করে।

বয়স্ক ওই ব্যক্তির মুখে ঘুসি মারা হয়। পিঠে পেটে লাথি মারা হয় বলে অভিযোগ। এরপর এই ক্লাবের এক সদস্য জানতে পেরে তাঁকে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে বেহালা পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, অভিযুক্ত রাজু দাসকে ক্লাবে কাজে রেখেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। অজয়বাবুর দাবি, তিনি নিজে প্রতিবাদ করলেন অথচ তাঁকেই ক্লাব থেকে সরিয়ে দেওয়া হল।