Sukanta Majumdar: ‘বিরোধী মুখ হতে পারবেন না মমতা’, কেন এমন বললেন সুকান্ত?
Sukanta Majumdar: সুকান্ত বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলের মুখ হওয়ার কোনও সম্ভাবনা নেই। তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা একটি রাজ্য়ে সীমাবদ্ধ।"
কলকাতা : সর্বভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরোধী দলের মুখ হতে পারবেন না। মঙ্গলবার বিজেপির যুব মোর্চার বিকাশ ভবন অভিযান শেষে সাংবাদিক বৈঠক করে এমনই বললেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। নিজের মন্তব্যের সমর্থনে ব্যাখ্যাও দিলেন তিনি। সুকান্ত মজুমদারের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা শুধু বাংলার মধ্যেই সীমিত। বাংলার বাইরে মমতার কোনও অস্তিত্ব নেই বলেই মনে করছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলের মুখ হওয়ার কোনও সম্ভাবনা নেই। তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা একটি রাজ্য়ে সীমাবদ্ধ। স্বাভাবিকভাবেই তার বাইরে মমতার কোনও অস্তিত্ব নেই। ত্রিপুরা ও গোয়াতে গিয়েছিলেন। যেভাবে মুখ থুবড়ে আছাড় খেয়ে পড়েছেন, ত্রিপুরার লোক ও গোয়ার লোক খেলা দেখিয়ে দিয়েছেন ওনাকে। স্বাভাবিকভাবেই তিনি বিরোধী মুখ হতে পারবেন না। রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখ আছেন। তাতেই আপাতত সন্তুষ্ট থাকতে হবে বলে আমার মনে হয়।”
উল্লেখ্য, সাম্প্রতিককালে তৃণমূল বাংলার বাইরে সংগঠন বাড়াতে উদ্যোগী হয়েছে। সর্বভারতীয় স্তরে দলের গ্রহণযোগ্যতা বাড়াতে ত্রিপুরার ভোটে পা রেখেছিল। কিন্তু সেভাবে কোনও সাফল্য পায়নি। তারপর সৈকত রাজ্য গোয়াতেও ভোট ময়দানে নেমেছিল মমতার দল। কিন্তু সেখানেও খালি হাতে ফিরতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। সব মিলিয়ে সর্বভারতীয় রাজনীতিতে শক্তি পরীক্ষায় নেমে কার্যত বেহাল দশা তৃণমূলের। অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনীতির কারবারিদের একাংশের মতে, জাতীয় রাজনীতিতে মমতার আলাদা গ্রহণযোগ্যতা থাকলেও দল হিসেবে তৃণমূল কংগ্রেসের ভোটবাক্সে তেমন কোনও লাভ হয়নি।
অন্যদিকে জাতীয় রাজনীতিতে তড়তড়িয়ে নিজেদের শক্তি বাড়াচ্ছে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি। পঞ্জাবে ইতিমধ্যেই সরকার গঠন করে ফেলেছে আম আদমি পার্টি। গোয়াতেও খুব আহামরি কিছু না হলেও নির্বাচনী ফলাফলের নিরীখে, তৃণমূলের থেকে ভাল যায়গায় বসে রয়েছে কেজরীবালের দল। সম্প্রতি অসমের পুরভোটেও নিজেদের শক্তি প্রদর্শন করেছে। সব মিলিয়ে জাতীয় রাজনীতিতে সংগঠন বিস্তারের দিক থেকে অনেকটাই সফল হয়েছে আম আদমি পার্টি। এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির সভাপতির মুখে মমতাকে এই খোঁচা তৃণমূল সুপ্রিমোর অস্বস্তি আরও বাড়াবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
আরও পড়ুন : Heat Wave: প্রয়োজনে জল সরবরাহের সময় বাড়নো হোক, তীব্র তাপপ্রবাহে জেলাগুলিকে নির্দেশ রাজ্যের