Sukanta Majumder: ‘সরকারি প্রকল্পের মাধ্যমে মহিলাদের ফোন নম্বর দিয়ে তথ্য হাতাচ্ছে তৃণমূল’, আরও বিস্ফোরক সুকান্ত
Sukanta Majumder: এর আগে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে এসেছে। তৃণমূল এক্স হ্যান্ডেলে পোস্ট করে এটা দাবি করেছিল, রেখা পাত্রা স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত। আর সে দাবি করতে গিয়ে রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনা হয়েছিল। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। রাজ্য বিজেপি নেতৃত্বের অভিযোগ, তথ্য হ্যাক করা হচ্ছে।
কলকাতা: EVM কারচুপি বিতর্কের মাঝেই আরও বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, সরকারি প্রকল্পের আড়ালে মহিলাদের ফোন জোগাড় করে রাখে তৃণমূল। সরকারি ক্যাম্প থেকে ফোন নম্বর নিয়ে সেই সব মহিলাদের তথ্য হাতানোর অভিযোগ তুললেন সুকান্ত। আর এক্ষেত্রেও তিনি কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূলকেই।
সুকান্ত মজুমদার বললেন, “দুয়ারে সরকারের মাধ্যমে যে তথ্য গুলো, ফোন নম্বর, আধার কার্ড, ব্যক্তিগত যাবতীয় তথ্য চলে যাচ্ছে তৃণমূলের কাছে। তা চলে যাচ্ছে আই প্যাকের কাছে। আগামী দিনে এই সন্দেশখালির মতো মহিলাদের নম্বর নিয়ে তৃণমূলের নেতারা মহিলাদের বিরক্ত করবে না, বা কুপ্রস্তাব দেবে না, তার গ্যারান্টি কে নেবে? আমার তো মনে হচ্ছে আগামী দিনে এই ঘটনা ঘটতেই পারে।”
এর আগে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে এসেছে। তৃণমূল এক্স হ্যান্ডেলে পোস্ট করে এটা দাবি করেছিল, রেখা পাত্রা স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত। আর সে দাবি করতে গিয়ে রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনা হয়েছিল। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। রাজ্য বিজেপি নেতৃত্বের অভিযোগ, তথ্য হ্যাক করা হচ্ছে।
সুকান্তর এই দাবি নিয়ে অবশ্য সোচ্চার হয়েছে তৃণমূল। তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, “সুকান্ত মজুমদার বালখিল্যের মতো কথা বলছেন। ভেবেছিলাম তিনি অধ্যাপনা করেন, পরিণত রাজনীতিবিদ। কিন্তু তাঁর কথাবার্তা দিন দিন অসংলগ্ন হয়ে পড়ছে। আমরা কি পাল্টা প্রশ্ন করব আধারের মাধ্যমে কেন্দ্রীয় সংস্থা হ্যাক করছে? এর আগেও সুকান্ত বলেছিলেন, আমরা নাকি হ্যাকারদের রাখি। তাঁর যে মানসিকতা বক্তব্যে প্রকাশ পাচ্ছে। তাঁর কাছে প্রমাণ থাকলে, সেটা সামনে আনুক। বাজার গরম করা কথা বললে চলবে না।”
প্রসঙ্গত, এর আগেই EVM কারচুপির অভিযোগ তুলেছেন সুকান্ত। তিনি বলেন, “আমরা আমাদের কর্মীদের সব জায়গাতেই সতর্ক থাকতে বলেছি। কারণ ছলের দুর্বুদ্ধির অভাব হয় না। দোসর আই প্যাক। কীভাবে একজন টুকরে টুকরে গ্যাঙের মহিলাকে কলকাতা পুলিশের শেল্টারে আশ্রয় দেওয়া হয়েছে।চক্রান্ত থেকে সাবধান থাকতে হবে। চেষ্টা করতে পারে যদি EVM গুলোকে কিছু করা যেতে পারে।” তার মধ্যেই আরও বিস্ফোরক অভিযোগ করলেন সুকান্ত।