BJP: BJP: দিল্লিতে সুকান্ত-দিলীপ-শুভেন্দু, বাংলায় স্বপনের গলায় ‘আত্মসমালোচনার’ সুর
BJP: উৎসাহ উদ্দীপনা তৈরি করেছিলেন নরেন্দ্র মোদী, অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে কর্মীদের উৎসাহ জুগিয়েছিলেন শুভেন্দু-দিলীপ-সুকান্তরা। কিন্তু, ২০১৯ সালের লোকসভা ভোটে বঙ্গে বিজেপির খাতায় এসেছিল ১৮ আসন। এবার এক ধাক্কায় তা ৬ আসন কমে গিয়েছে।
কলকাতা: লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলতে দফায় দফায় বাংলায় এসেছেন মোদী-শাহ। একা মোদীই করেছেন ২৪ জনসভা। সেখানে ভোটের রেজাল্টে দেখা গেল বিজেপির খাতায় এসেছে ১২ আসন। সোজা কথায় ঘাসফুল ঝড়ে ধরাশায়ী হয়েছে পদ্ম ব্রিগেড। ভোটের পর থেকেই যা নিয়ে বিজেপির অন্দরে অনেক চাপানউতোর দেখা যাচ্ছে। এবার মুখ খুললেন স্বপন দাশগুপ্ত। শোনা গেল ‘আত্মসমালোচনার’ সুর। সোশ্যাল মিডিয়ায় করলেন পোস্ট।
ভোটের আবহে গোটা বাংলায় গেরুয়া শিবিরের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি করেছিলেন নরেন্দ্র মোদী, অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে কর্মীদের উৎসাহ জুগিয়েছিলেন শুভেন্দু-দিলীপ-সুকান্তরা। কিন্তু, ২০১৯ সালের লোকসভা ভোটে বঙ্গে বিজেপির খাতায় এসেছিল ১৮ আসন। এবার এক ধাক্কায় তা ৬ আসন কমে গিয়েছে। ময়নাতদন্ত শুরু হয়েছে দলীয় স্তরেও। আত্মসমালোচনার সুর শোনা যাচ্ছে অনেকের মুখে। অনেকে আবার ‘অন্তর্ঘাতের’ কথাও বলছেন। তবে সামগ্রিক ভাবে খামতি, গাফিলতি কোথাও ছিল, বলছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত।
There’s a lot of bad blood in the @BJP4Bengal after the polls. It was @narendramodi who created the enthusiasm for the BJP. It was the untiring efforts of @SuvenduWB that energised people on the ground. Without both of them complementing each other, the BJP in Bengal would have…
— Swapan Dasgupta (@swapan55) June 8, 2024
২০২১ সালে তারকেশ্বের বিধানসভায় দাঁড়িয়ে হেরেছিলেন স্বপন। যদিও তিনি বিজেপির অন্দরে দিল্লির নেতাদের কাছে ভালই গুরুত্ব পান বলে মত অনেকের। এদিকে এরইমধ্যে বঙ্গ বিজেপির অন্দরে দিলীপ ঘোষ সহ একাধিক নেতা যখন নাম না করে খারাপ ফল নিয়ে কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু অধিকারীদের। এই প্রেক্ষাপটে দিল্লির নেতাদের কাছে কিছুটা ওজনদার নেতা বলে পরিচিত স্বপন দাশগুপ্তের সমাজমাধ্যমে এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনীতির কারবারিদের অনেকের।