Ram Mandir: কলকাতায় ‘রাম মন্দির’, উদ্বোধনে অমিত শাহ!
Durga Puja: গতবার 'আজাদি কা অমৃত মহোৎসব' ছিল লেবুতলার পুজোর থিম। লেজার শো লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছিল দেশমাতার বীরসন্তানদের বীর গাঁথা।
কলকাতা: অযোধ্যার রাম মন্দির এবার কলকাতায়। দুর্গাপুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় এবারের থিম রাম মন্দির। শনিবারই থিমের উদ্বোধন করলেন পুজো উদ্যোক্তারা। সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের পুজোর পরিচিতি প্রদীপ ঘোষ, সজল ঘোষের পুজো হিসাবে। থিমের উদ্বোধনে ছিলেন সজলও। এমনও শোনা যাচ্ছে, এবার পুজোর উদ্বোধনে আসতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে থাকার কথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিদেরও। প্রতি বছরই লেবুতলা পার্কের পুজো নতুন নতুন চমক রাখে। গতবার ‘আজাদি কা অমৃত মহোৎসব’ ছিল লেবুতলার পুজোর থিম। লেজার শো লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছিল দেশমাতার বীরসন্তানদের বীর গাথা। এবার অযোধ্যার রাম মন্দির।
আশ্বিনের শারদপ্রাতে নয়, এবার দেবীর আবাহন কার্তিকে। তবে ইতিমধ্যেই বড় পুজোগুলির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর কলকাতার পুজোর কথা উঠলে নিঃসন্দেহে লেবুতলা পার্কের কথা বলতেই হয়। জাঁকজমকের নিরিখে প্রথম সারিতে। কখনও সোনার দুর্গা, কখনও রাজস্থানের লক্ষ্মীনারায়ণ মন্দির, কখনও লালকেল্লা এ পুজোর থিম হয়েছে।