CBI: ইডির উপর হামলার ফুটেজে ছিলেন জিয়াউদ্দিন, গ্রেফতার সিবিআইয়ের হাতে
Sandeshkhali: ইডির উপর হামলা ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের উপর। আদালতের এই নির্দেশ আসতেই তেড়েফুঁড়ে ময়দানে তারা। শেখ শাহজাহান ঘনিষ্ঠদের নিজাম প্যালেসে তলব করা হয়। সিবিআই সূত্রে খবর, কারও নাম উঠে আসে শাহজাহানের কল লিস্ট থেকে, কারও নাম পায় টাওয়ার লোকেট করতে গিয়ে।
সন্দেশখালি: ইডির উপর হামলার ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেফতার শাহজাহানঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা। এছাড়া ফারুক আকুঞ্জি, দিদার বক্স মোল্লাকেও গ্রেফতার করা হয়েছে। সরবেড়িয়া আগারহাটি গ্রামপঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা। অন্যদিকে সরবেড়িয়া মার্কেটের ম্যানেজার দিদার বক্স মোল্লা। সন্দেশখালির দু’টি পৃথক মামলা এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি। সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলা হয়। হামলার দিনের ফুটেজে দেখা গিয়েছিল জিয়াউদ্দিনদের। এরপরই তদন্তে অসহযোগিতার অভিযোগে সোমবার তাঁদের গ্রেফতার করে সিবিআই। অন্যদিকে বেড়মজুর-২ পঞ্চায়েতের প্রধান সিদ্দিক গাজীকেও নোটিস দেওয়া হয়েছে। মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
ইডির উপর হামলা ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের উপর। আদালতের এই নির্দেশ আসতেই তেড়েফুঁড়ে ময়দানে তারা। শেখ শাহজাহান ঘনিষ্ঠদের নিজাম প্যালেসে তলব করা হয়। সিবিআই সূত্রে খবর, কারও নাম উঠে আসে শাহজাহানের কল লিস্ট থেকে, কারও নাম পায় টাওয়ার লোকেট করতে গিয়ে। জিয়াউদ্দিনকেও ডেকেছিল তদন্তকারীরা। হাজিরাও দেয়। এরপরই এই গ্রেফতারি।
অন্যদিকে ফারুখ আকুঞ্জি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। শাহজাহানের ভাই শেখ আলমগিরের সঙ্গে ভাল সম্পর্ক তাঁর। বালি, পাথর, গাড়ির ব্যবসা। মাছের ভেড়ি রয়েছে। ফারুখের ব্যবসায় শাহজাহানের বিনিয়োগ রয়েছে বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।