নমোর ওড়াকান্দি সফর নিয়ে কমিশনে তৃণমূল, ‘মমতা ভয় দেখাচ্ছেন’, পালটা অভিযোগ বিজেপির

নরেন্দ্র মোদীর (Narendra Modi) বাংলাদেশ সফর নিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলা হয় তৃণমূলের পক্ষ থেকে। পালটা বিজেপি দাবি করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়ে ভয় দেখাচ্ছেন সাধারণ মানুষকে।

নমোর ওড়াকান্দি সফর নিয়ে কমিশনে তৃণমূল, 'মমতা ভয় দেখাচ্ছেন', পালটা অভিযোগ বিজেপির
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Mar 30, 2021 | 4:56 PM

কলকাতা: ফের পরস্পরের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হল তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। মঙ্গলবার প্রথমে তৃণমূলের পক্ষ থেকে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়। বাংলায় নির্বাচন শুরু হওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বাংলাদেশ সফর নিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলা হয় তৃণমূলের পক্ষ থেকে। পালটা বিজেপি কমিশনে গিয়ে দাবি করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়ে ভয় দেখাচ্ছেন সাধারণ মানুষকে।

কমিশন সূত্রে খবর, এ দিন প্রধানমন্ত্রীর ওড়াকান্দি সফর নিয়ে প্রতিবাদ জানিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। চিঠি দিয়ে বাংলার শাসকদল দাবি করেছে, প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নমো এই সফরের মাধ্যমে নির্বাচনী বিধি ভেঙেছেন বলেই দাবি তৃণমূলের। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে সেখানে নিয়ে যাওয়ার পিছনে প্রচ্ছন্নভাবে বাংলার নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্য রয়েছ বলেও দাবি করেছে তৃণমূল।

আরও পড়ুন: বুদ্ধবাবুর কন্ঠস্বর, নন্দীগ্রামে ভোটের আগে কী বললেন ‘কমরেড’!

পালটা এ দিন দুপুরের কলকাতার নির্বাচন কমিশন দফতরে যান বিজেপি সাংসদ অর্জুন সিং ও শিশির বাজোরিয়া। কমিশনে গিয়ে বিজেপি নেতারা দাবি করেন, “মুখ্যমন্ত্রী সরাসরি হুমকি দিয়েছেন, নির্বাচনের পর আমরাই থাকব। এতে মানুষ ভয় পাচ্ছেন। তাঁদের ধমকানো হচ্ছে। বিজেপির নামে ফেক খবরও ছড়ানোর পাশাপাশি আমাদের নেতাদের তলব হচ্ছে। এমনকি, বিজেপি সভাপতির ভুয়ো চিঠিও ঘুরছে বাজারে। তামিলনাড়ুতে যা জিনিস ছাপা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গেও চলছে।” কারোর নাম না করলেও ‘আঙুল একদিকেই যাচ্ছে’ বলে নাম না করে তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরকে নিশানায় নেন বিজেপি নেতারা।

আরও পড়ুন: নন্দীগ্রামে বড় ঘটনা! মমতার গাড়ি ঘিরে উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান, কিন্তু এবার ঘটল ব্যতিক্রমী ঘটনা…