Nandigram: বিজেপির সমর্থনে তৃণমূলের প্রধান? তড়িঘড়ি শেখ সুফিয়ানের জামাইকে নিয়ে বৈঠক কুণালের
Panchayat Board: মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের বিষয়টি নিয়ে তৃণমূলের নন্দীগ্রাম-১ ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের সঙ্গেও কথা বলেছেন কুণাল।
কলকাতা: নন্দীগ্রাম-১ ব্লকের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে তুমুল বিতর্ক। অভিযোগ উঠছে, বিজেপির জয়ী সদস্যদের সমর্থন নিয়েই পঞ্চায়েতের প্রধান হয়েছেন শেখ সুফিয়ানের জামাই শেখ হাবিবুল। বিজেপি তো বটেই, গ্রামের তৃণমূলের বিক্ষুব্ধ একাংশও এই নিয় সরব হয়েছে। শুক্রবার রাতে দলের নন্দীগ্রাম-১ ব্লক অফিসের সামনে এই নিয়ে তুমুল বিক্ষোভ চলেছে। আর তার পরের দিনই তড়িঘড়ি শেখ সুফিয়ানদের সঙ্গে বৈঠকে বসলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার জামাইকে সঙ্গে নিয়ে কলকাতায় কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে আসেন শেখ সুফিয়ান। বেশ কিছুক্ষণ ধরে বৈঠক চলে কুণালের সঙ্গে। বৈঠক শেষে সুফিয়ান ও তাঁর জামাইকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে নন্দীগ্রামের বিতর্ক নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ।
তৃণমূল মুখপাত্রর দাবি, নন্দীগ্রাম নিয়ে কিছুক্ষেত্রে ভুল বোঝাবুঝি ও ভুল প্রচার করা হচ্ছে। বললেন, ‘মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে অপপ্রচার হয়েছে। শেখ সুফিয়ান ও তার জামাই হাবিবুল আজ এসেছেন। হাবিবুল পঞ্চায়েতের প্রধান হয়েছেন। রটনা হচ্ছে তিনি নাকি তৃণমূলে নেই। এটা ভুল। ওঁনারা আজ এসে আমার সঙ্গে দেখা করলেন। ওঁনারা তৃণমূলে ছিলেন, আছেন, থাকবেন।’ মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের বিষয়টি নিয়ে তৃণমূলের নন্দীগ্রাম-১ ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের সঙ্গেও কথা বলেছেন কুণাল।
বিজেপির জয়ী সদস্যরা সুফিয়ানকে বোর্ড গঠনে সমর্থন দিয়েছেন বলে যে দাবি উঠে আসছে, তা নিয়েও সোজাসাপ্টা জবাব দেন তৃণমূল মুখপাত্র। এদিন সাংবাদিক বৈঠকে কুণালের স্পষ্ট করে দেন, ‘আমরা অন্য দলের থেকে সমর্থন চাইনি। বিজেপির নীচু তলার গোষ্ঠীদ্বন্দ্বের দায় আমাদের নয়।’ তাঁর বক্তব্য, মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ডে প্রধান ও উপপ্রধান উভয়েই তৃণমূলের। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই বলেই দাবি কুণালের।
প্রসঙ্গত বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এদিন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের হিসেব নিকেশ তুলে ধরেছেন। ক’টি পঞ্চায়েতে বিজেপি সরাসরি বোর্ড গঠন করেছে, ক’টি আসনে অন্য কাউকে সমর্থন দিয়েছে বোর্ড গঠনে, সেই তালিকাও পোস্ট করেছেন শুভেন্দু। তাতেও দাবি করা হচ্ছে, মহম্মদপুরে বিজেপির সমর্থন নিয়ে পঞ্চায়েতের প্রধান পদ স্থির হয়েছে। এই ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।
এবার সেই নিয়ে মুখ খুললেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। বললেন, ‘আমার সঙ্গে শুভেন্দু অধিকারীর চরমতম দ্বন্দ্ব রয়েছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বিজেপির সঙ্গে আমরা নেই। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। বরাবর মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, আছি ও থাকব।’