দলীয় বৈঠকে মুখোমুখি হলেন না পরেশ-সাধন, ঘাসফুুলে এখনও গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা

ভোট শিয়রে এসে গেলেও শাসকদলে সমন্বয়ের অভাবের ছবিটা বারবার প্রকট হচ্ছে। এরকম চলতে থাকলে পরিণতি যে ভাল হবে না সেটা এ দিন বুঝিয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

দলীয় বৈঠকে মুখোমুখি হলেন না পরেশ-সাধন, ঘাসফুুলে এখনও গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা
ছবি- ফেসবুক
Follow Us:
| Updated on: Feb 12, 2021 | 11:13 PM

কলকাতা: গত লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পরই প্রথমবার সোশ্যাল মিডিয়ার গুরুত্ব উপলব্ধি করেছিল তৃণমূল (TMC)। তার পর ঘাসফুলে ভোটকুশলী প্রশান্ত কিশোরের যুক্ত হন। এবং তিনিই হোয়াটসঅ্যাপ-ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে (Social Media) অভিনব প্রচারে জোর দেন। বিধানসভা ভোটের (West Bengal Assembly Elections 2021) মাসদুয়েক বাকি থাকতে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতেই বিজেপির সঙ্গে টেক্কা দিতে উত্তর কলকাতার বিধায়কদের নিয়ে বৈঠকে বসল শাসকদল। তবে আজকের বৈঠকেও গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা ফুটেছে ঘাসফুলে। বৈঠকে এলেও মুখোমুখি হননি পরেশ পাল ও সাধন পাণ্ডে।

সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় উত্তর কলকাতার সাত দলীয় বিধায়ক এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে তৃণমূল। যেখানে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক-এর সদস্যরাও উপস্থিত ছিলেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কীভাবে দলের প্রচার চালাতে হবে, প্রচারে পদ্ধতি কেমন হবে, যে জায়গাগুলিতে খামতি রয়েছে সেগুলি কীভাবে পূরণ করা হবে, তা নিয়েই উক্ত বৈঠকে আলোচনা হয়, খবর সূত্রের।

গত লোকসভা নির্বাচনে উত্তর কলকাতাতে তৃণমূল বেশিরভাগ আসনে বিজেপির তুলনায় পিছিয়ে ছিল। যা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায় শাসকদলের কাছে। সেই বিষয়টি নিয়ে প্রত্যক্ষভাবে এ দিন আলোচনা না হলেও পরোক্ষে তা তুলে ধরেন প্রায় সব বিধায়ক। বৈঠকের শুরুতেই বেলেঘাটা পরেশ পাল (Paresh Paul) বেরিয়ে যান। তার কিছুক্ষণ পর বৈঠকে ঢোকেন মানিকতলা বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pandey)। এই বিষয়টিকে অবশ্য শাসকদল গুরুত্ব দিতে নারাজ। কেননা তাঁদের ‘মধুর’ সম্পর্ক দীর্ঘ সময় ধরে সর্বজনবিদিত।

আরও পড়ুন: উত্তর কলকাতার জল মাপতে বৈঠকে পিকে-র সংস্থা, রয়েছেন সুদীপ-শশী-অতীনরা

সূত্রের খবর, এ দিনের বৈঠক থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা বিষয় কড়াভাবে বুঝিয়ে দেন, গোষ্ঠীদ্বন্দ্ব কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। শিয়রে ভোট, এখনও যদি গোষ্ঠীদ্বন্দ্ব চলতে থাকে তবে ক্ষমতা হারাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দলের মুখ। তাঁকে জেতাতে হবে। এই লক্ষ্য নিয়ে এ দিন থেকেই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকায় প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন: গ্রাম বাংলার অলিন্দে ‘পরিবর্তনের বার্তা’ পৌঁছে দিন, রাজ্য নেতৃত্বকে বলে গেলেন শাহ