Kunal Ghosh: জ্যোতি বসু, বুদ্ধবাবুদের বাড়ির সামনে দিয়ে কখনও মিছিল হয়েছে? প্রশ্ন কুণালের

Kunal Ghosh: কুণাল ঘোষ বললেন, '১২ বছর পর কেন? ৩৪ বছরের বাম জমানাতেও হরিশ মুখার্জি রোড দিয়ে তৃণমূল মিছিল করতে যায়নি। কারণ ওটা মিছিলের রুটের মধ্যে পড়ে না।'

Kunal Ghosh: জ্যোতি বসু, বুদ্ধবাবুদের বাড়ির সামনে দিয়ে কখনও মিছিল হয়েছে? প্রশ্ন কুণালের
কুণাল ঘোষ
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2023 | 9:13 PM

কলকাতা: ডিএ’র দাবিতে (DA Agitation) আন্দোলনরত সরকারি কর্মচারীরা শনিবার এক মিছিলের ডাক দিয়েছিল কলকাতার রাজপথে। অভিষেকের বাড়ির সামনে দিয়ে গিয়েছে সেই মিছিল। ছুঁয়ে গিয়েছে মমতার পাড়াও। আর এই নিয়েই রাজনৈতিক মহলে অনেকে অনেক মন্তব্য করতে শুরু করেছেন। কেউ কেউ বলছেন, অতীতের ১২ বছরে এমন মিছিল হয়নি। এবার সেই নিয়েই সাংবাদিক বৈঠক করে পাল্টা দিল তৃণমূল কংগ্রেস (TMC)। কুণাল ঘোষ ও শশী পাঁজা এক যৌথ সাংবাদিক বৈঠক ডেকে বললেন, ‘অনেকে ভাবছেন, হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিল হল। ১২ বছর পর কেন? ৩৪ বছরের বাম জমানাতেও হরিশ মুখার্জি রোড দিয়ে তৃণমূল মিছিল করতে যায়নি। কারণ ওটা মিছিলের রুটের মধ্যে পড়ে না। ওই এলাকার বড় মিছিল হাজরা মোড় থেকে সোজা ধর্মতলার দিকে রওনা হয়। এটাই হল ট্র্যাডিশনাল রুট। তাই খুঁজে খুঁজে অমুক জায়গা থেকে হয়নি কেন? এই প্রশ্ন কেন করা হচ্ছে?’

কুণাল ঘোষ অতীতের প্রসঙ্গও টেনে আনেন। বললেন, ‘জ্যোতি বসুর বাড়ি আগে ছিল হিন্দুস্তান পার্ক। অবিভক্ত কংগ্রেস কোনওদিন হিন্দুস্তান পার্কে কোনওদিন মিছিল করতে গিয়েছে? কারণ সেটা রুটের মধ্যে পড়ে না। বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি পাম এভিনিউ। সেখানে কোনওদিন মিছিল হয়েছে? সিদ্ধার্থ রায় থাকতেন বেলতলা রোডে। সেখানে কি সিপিএম কখনও মিছিল করতে গিয়েছে? প্রত্যেকটি এলাকার কিছু রাস্তা আছে। মিছিল কেন করা হয়? যাতে নিত্যযাত্রীরা বেশি করে দেখতে পান।’ যাঁরা বলছেন এমন মিছিল প্রথমবার হল, তাঁদের দাবি ‘হাস্যকর’ বলেই মনে করছেন কুণাল।

এই নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন, ‘এই আন্দোলন ডিএ প্রাপকদের আন্দোলন। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনে গিয়ে অবস্থানে বসে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা ভুলে গেলেন কেন? হিন্দুস্তান পার্ক এলাকাতে কোনওদিন মিছিল হয়নি, কারণ সেটা মিছিলের রুট নয়। কিন্তু সেখানে মিছিল করা যাবে না বলে পুলিশ কখনও ঘিরে রাখেনি। তবে আলিপুর, হাজরা বরাবর জমায়েতের জায়গা। যেভাবে জোর করে আটকে দিয়েছে সেটি বেআইনি।’

কংগ্রেস নেতা ঋজু ঘোষাল বলেন, ‘যখন প্রবল নকশাল আন্দোলন চলছিল পশ্চিমবঙ্গে তখন সিদ্ধার্থশঙ্কর রায়ের বাড়ির সামনে দিয়ে কুশপুতুল নিয়ে মিছিল হয়েছিল। জ্যোতিবাবুর বাড়ির সামনেও মিছিল হয়েছিল। লোক দেখানোর থেকেও বড় কথা হল সরকারকে বার্তা দেওয়া। সেই বার্তা দিয়ে পেরেছে বলেই গায়ে জ্বালা ধরছে।’