Budge Budge Blast: বাজি কারখানা থেকে কি বিরিয়ানির মশলা উদ্ধার হবে? প্রশ্ন কুণালের

Kunal Ghosh: বজবজের বাজি কারখানায় বিস্ফোরণে বিপুল পরিমাণে বাজির মশলা উদ্ধার হওয়ায় খোঁচা দিতে শুরু করেছে বিরোধীরা। আর এরই মধ্যে সমালোচকদের উদ্দেশে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রশ্ন,'বাজি কারখানা থেকে কি বিরিয়ানির মশলা উদ্ধার হবে?'

Budge Budge Blast: বাজি কারখানা থেকে কি বিরিয়ানির মশলা উদ্ধার হবে? প্রশ্ন কুণালের
কুণাল ঘোষ
Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2023 | 5:58 PM

কলকাতা: প্রথমে পূর্ব মেদিনীপুরের এগরা। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে (Blast at Fire Crackers Factory) কেঁপে উঠেছিল চারিদিক। বীভৎস এক দৃশ্য। কান্নার রোল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক বিস্ফোরণ। এবার একেবারে শহরতলিতে। ঘটনাস্থল বজবজ (Budge Budge Blast)। এবারও বাজি কারখানায় বিস্ফোরণ। পুলিশ ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে বাজি তৈরির মশলা। এদিকে বার বার এমন বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। বিপুল পরিমাণে বাজির মশলা উদ্ধার হওয়ায় খোঁচা দিতে শুরু করেছে বিরোধীরা। আর এরই মধ্যে সমালোচকদের উদ্দেশে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রশ্ন,’বাজি কারখানা থেকে কি বিরিয়ানির মশলা উদ্ধার হবে?’

কুণাল ঘোষের ব্যাখ্যা, কোথাও বেশি পরিমাণে মজুত করে রাখা আছে কি না, সেটি দেখা প্রয়োজন। কোথাও অবৈধভাবে চলছে কি না, সেটি দেখা প্রয়োজন। বললেন, এটি একটি বিরাট ইন্ডাস্ট্রি। কত মানুষ এর সঙ্গে জড়িত।’ এই প্রসঙ্গে কথা বলার সময় বুড়িমার আতসবাজির কথাও তুলে ধরেন তৃণমূল মুখপাত্র। কীভাবে একজন মহিলা নিজের উদ্যোগে ও কঠোর পরিশ্রমের ফসলে বাজি শিল্পে একটি আলাদা ব্র্যান্ড তৈরি করেছেন, সেই ব্যাখ্যা দিলেন কুণাল।

তৃণমূল মুখপাত্র বললেন, ‘বাংলার একজন নারীশক্তি বাজি শিল্পের সঙ্গে জড়িত। বাজি মানেই কি বোমা? এইভাবে একটি পরিস্থিতি তৈরি করে, বাজি কারখানাগুলিতে হানা দিয়ে যদি তা বন্ধ করে দেওয়া হয়, তাহলে কতগুলি মানুষের কর্মসংস্থানের বারোটা বাজবে? সকলে সাবধানে থাকা যেতে পারে। কিন্তু বাজি মানেই বোমা, বাজি মানেই খারাপ, বাজি কারখানা মানেই বেআইনি… এমন কথা ধরে নেওয়া তো ঠিক নয়।’

উল্লেখ্য, বজবজের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই পুলিশের তরফে তৎপরতা দেখা গিয়েছে। ঘটনায় ইতিমধ্য়েই ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সিআইডি তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে বস্তা বস্তা বাজির পেটি ও বাজি তৈরির সরঞ্জাম।