Ayan Shil: ‘কাবাড্ডি, কাবাড্ডি’, অয়নের ‘টাকার খেলা’ টলিউডেও!
Recruitment Scam: সূত্রের খবর, ২০২০ সালে টিভি সিরিয়াল প্রোডাকশনে ব্যবসরা জন্য একটি সংস্থার সঙ্গে অয়ন শীলের সংস্থার মৌ চুক্তি স্বাক্ষর হয়েছিল। এর পাশাপাশি অয়নের প্রযোজনায় ২০২১ সালে তৈরি হয়েছিল 'কবাডি কবাডি' নামে একটি সিনেমাও।
কলকাতা: কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পর এবার অয়ন শীলেরও (Ayan Shil) টলিউড যোগের খোঁজ মিলল। অয়নের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানোর পর এমনই তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হাতে। সূত্রের খবর, ২০২০ সালে টিভি সিরিয়াল প্রোডাকশনে ব্যবসরা জন্য একটি সংস্থার সঙ্গে অয়ন শীলের সংস্থার মৌ চুক্তি স্বাক্ষর হয়েছিল। এর পাশাপাশি অয়নের প্রযোজনায় ২০২১ সালে তৈরি হয়েছিল ‘কাবাড্ডি কাবাড্ডি’ নামে একটি সিনেমাও। সেই সিনেমার আউটডোর শুটিং-এর জন্য ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া-র সভাপতিকে চিঠিও দেওয়া হয়েছিল।
এখানেই শেষ নয়, কুন্তল ঘোষের মতোই ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন বা EIMPA-র সঙ্গেও অয়নের যোগ ছিল বলে জানা যাচ্ছে। ইডি সূত্র মারফত এমনই খবর। জানা যাচ্ছে, অয়নের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ইম্পার ২০১৯-২০ সালের বার্ষিক প্রতিবেদন ও হিসেব-নিকেশের তথ্যও ইডির তদন্তকারী অফিসারদের হাতে এসেছে।
উল্লেখ্য, অয়ন শীল নামে এই প্রোমাটারের নাম প্রথমবার প্রকাশ্যে আসে শনিবার। জানা যায়, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার বৃহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সেই সূত্র ধরে, সল্টলেকে অয়ন শীলের বাড়িতে হানা দেন ইডির তদন্তকারী আধিকারিকদের একটি দল। প্রায় ৩৭ ঘণ্টা ধরে শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়নের বাড়িতে অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর সেই অভিযান থেকেই অয়ন শীলের টলি-যোগের বিষয়ে বেশ কিছু নথি হাতে আসে গোয়েন্দাদের হাতে।
ইডির হাতে এমন কিছু তথ্য এসেছে, তাতে দেখা গিয়েছে ২০২০ সালে একটি মৌ চুক্তি সই করা হয়েছিল টেলিভিশন সিরিয়াল প্রোডাকশনের জন্য। উল্লেখ্য, এর আগে কুন্তল ঘোষ, শাহিদ ইমামদের টলি যোগের বিষয়ে তথ্য পাওয়া গিয়েছিল। কুন্তলের সঙ্গে ইম্পার যোগের নথি পাওয়া গিয়েছিল। আবার পেশায় শিক্ষক শাহিদ ইমামের হাত তো আরও দূর পর্যন্ত গড়িয়েছিল। শুধু টলিপাড়ার নয়, বলিউডের এক অভিনেত্রীর সঙ্গেও তাঁর মিউজিক ভিডিয়ো রিলিজ হয়েছিল। তবে পিছিয়ে নেই অয়নও। সিরিয়াল থেকে শুরু করে সিনেমা, সব জায়গাতেই হাত পাকিয়েছেন অয়ন।