Kunal Ghosh attacks Governor: ‘উনি বিজেপির দূত, দলের দেওয়া অ্যাসাইনমেন্ট শেষ করছেন’, রাজ্যপালকে খোঁচা কুণালের

Kunal Ghosh attacks Governor: প্রসঙ্গত, একদিন আগে থেকেই শুরু হয়েছে মনোনয়ন জমার পালা। শেষ তারিখ ১৫ জুন। প্রত্যাহারের শেষ দিন ২০ জুন। শুরু থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তির খবর।

Kunal Ghosh attacks Governor: ‘উনি বিজেপির দূত, দলের দেওয়া অ্যাসাইনমেন্ট শেষ করছেন’, রাজ্যপালকে খোঁচা কুণালের
রাজ্যপালকে আক্রমণ কুণালের
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2023 | 7:53 PM

কলকাতা: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) তলব পেয়ে এদিন দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এদিকে নির্বাচন কমিশনার যাওয়ার খানিক আগেই রাজভবনে গিয়েছিলেন বঙ্গ বিজেপির এক প্রতিনিধি দল। তারপরেই রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠানোয় তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তো চলছেই। এবার বঙ্গ বিজেপির প্রতিনিধি দল যাওয়া নিয়ে কটাক্ষবাণ শানাতে দেখা গেল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh)। 

প্রসঙ্গত, একদিন আগে থেকেই শুরু হয়েছে মনোনয়ন জমার পালা। শেষ তারিখ ১৫ জুন। প্রত্যাহারের শেষ দিন ২০ জুন। এদিকে মনোনয়ন জমার প্রথমদিন থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে আসতে থাকে অশান্তির অভিযোগ। ডোমজুড়, খড়গ্রাম-সহ একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে এসেছে। নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশনও। জেলাশাসকদের কাছ থেকে চাওয়া হয়েছে রিপোর্ট। এবার এ বিষয়ে বিশদে জানতেই নির্বাচন কমিশনারকে ডেকে পাঠালেন রাজ্যপাল। যদিও কুণালের দাবি, “আসল সময়ে তিনি (রাজ্যপাল) যে তাঁর অ্য়াসাইনমেন্ট পালন করবেন সেটাই তো স্বাভাবিক ব্যাপার।”

কিসের অ্য়াসাইনমেন্টের কথা বলছেন তৃণমূলের মুখপাত্র? খোঁচা দিয়ে কুণালের উত্তর, “রাজ্যপাল বিজেপির লোকদের পাঠানো দূত। রাজ্যপাল যে জায়গা থেকে এসেছেন তার উৎস তো বিজেপি। তাই তিনি তাঁদের হয়ে চারটে কথা বলবেন এটা তো খুব স্বাভাবিক ব্যাপার।” প্রসঙ্গত, শুক্রবারই আবার খড়গ্রামে কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগের বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যপালকে চিঠি লিখেছেন। পঞ্চায়েত ভোটে যাতে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করার আর্জি জানিয়েছেন বলে খবর। এই প্রেক্ষিতে কুণালের মন্তব্য নিয়ে চাপানউতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।