Firecrackers: গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউনে পুলিশি হানা, ২০০ কেজি নিষিদ্ধ বাজি সহ গ্রেফতার দুই

Firecrackers: পুলিশ সূত্রে খবর, তাঁদের কাছে গোপন সূত্রে খবর আসে নিউটাউন থানা এলাকার জ্যোতি নগর এলাকায় একটি বাড়িতে কালী পুজো উপলক্ষে বিক্রি করার জন্য প্রচুর বাজি মজুত করেছে। তারপরেই হানা দেয় পুলিশের একটি দল।

Firecrackers: গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউনে পুলিশি হানা, ২০০ কেজি নিষিদ্ধ বাজি সহ গ্রেফতার দুই
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2022 | 11:25 PM

কলকাতা: দীপাবলির (Diwali) আগে রাজ্য়ে বেআইনি শব্দবাজি উদ্ধারের ঘটনা এ রাজ্যে আর নতুন। শেষ হয়েছে দুর্গাপুজো (Durgapuja)। আর তারপর থেকেই আলোর উৎসবের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে গোটা বাংলায়। এর আগে এবার কালী পুজোর আগে প্রচুর নিষিদ্ধ বাজি (firecrackers) উদ্ধার করল নিউটাউন (Newtown) থানার পুলিশ (Police)। বাজি উদ্ধারের ঘটনায় গ্রেফতারও করা হয়েছে ২ জনকে। নিউটাউন থানা এলাকার জ্যোতিনগর থেকে এই বিপুল বাজি উদ্ধার হয়েছে। প্রায় ২০০কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

পুলিশ সূত্রে খবর, তাঁদের কাছে গোপন সূত্রে খবর আসে নিউটাউন থানা এলাকার জ্যোতি নগর এলাকায় একটি বাড়িতে কালী পুজো উপলক্ষে বিক্রি করার জন্য প্রচুর বাজি মজুত করেছে। সেই মতো বৃহস্পতিবার সন্ধ্যের পর ওই বাড়িতে হানা দেয় পুলিশ প্রায় দুশো কেজি বাজি উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। এই বাজি মজুত করার অপরাধেই দুজনকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁদের বারাসাত কোর্টে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

এর আগে ১২ অক্টোবর রাতে যাত্রাগাছি এলাকা থেকে সঞ্জয় মন্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকেও ৫০ কেজি বাজি উদ্ধার হয়। এদিকে পরিবেশ দূষন ঠেকাতে প্রতিবছর বাজি পোড়ানোর উপর জারি হয় নিষেধাজ্ঞা। মাঠে নামে পরিবেশ আদালত। যদিও সেসবে তোয়াক্কা না করেই নিষিদ্ধ শব্দবাজি হাতে উৎসবে মেতে ওঠেন বহু মানুষ। আইন না মানায় গ্রেফতারও হন অনেকে। এদিকে কালীপুজোর আগে হাতে এখনও অনেকটা সময় বাকি। তার আগেই রাজ্যে লাগাতার বাজি উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়তে শুরু করেছে নাগরিক মহলে।