Rail Budget for Bengal: বাংলায় রেল প্রকল্পে আসবে ঝড়ের গতি, তবে সমস্যা কোথায়, জানালেন রেলমন্ত্রী
Railway Minister: কেন্দ্র যে বাংলার জন্য রেল প্রকল্পে ঢেলে বরাদ্দ করেছে, সে কথা আজ আরও একবার মনে করিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানালেন, বাজেটে পশ্চিমবঙ্গে রেলের উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী বিশাল অঙ্কের বরাদ্দ করেছেন। ১৩ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।'
কলকাতা: বাংলায় রেলের কাজ আটকে থাকা নিয়ে গত কয়েকদিন ধরে আবার চর্চা শুরু হয়েছে। উষ্মাপ্রকাশ করেছিলেন রেলমন্ত্রী স্বয়ং। রেলের কাজে সহযোগিতা না মেলার অভিযোগ প্রসঙ্গে বাংলার রাজ্য সরকারের ‘উদাসীনতা’-কেই কাঠগড়ায় তুলেছিলেন। এরপর আবার পূর্ব রেলের কর্তারাও সাংবাদিক বৈঠক ডেকে দাবি করেন, রেলের মোট ৪০টি প্রকল্প থমকে রয়েছে শুধুমাত্র জমি-জটের কারণে। এসবের মধ্যেই এবার বাংলায় এলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় বাজেটের পর এই প্রথম বাংলায় পা রাখলেন তিনি। আর বিমানবন্দরে পা রেখেই ফের একবার খোঁচা রাজ্যকে।
কেন্দ্র যে বাংলার জন্য রেল প্রকল্পে ঢেলে বরাদ্দ করেছে, সে কথা আজ আরও একবার মনে করিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানালেন, বাজেটে পশ্চিমবঙ্গে রেলের উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী বিশাল অঙ্কের বরাদ্দ করেছেন। ১৩ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখন শুধু রাজ্য সরকার যদি জমি অধিগ্রহণ, আইন-শৃঙ্খলা ও প্রকল্পগুলির বাস্তবায়নে সাহায্য করে, তাহলে বাংলায় খুব দ্রুত গতিতে প্রকল্পগুলির অগ্রগতি হতে পারে।
একইসঙ্গে মোদী জমানার আগের অধ্যায়ের কথাও তুলে ধরেন অশ্বিনী বৈষ্ণব। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল। বললেন, ‘২০০৯-২০১৪ সালে কেবল ৪ হাজার ৩৮০ কোটি টাকার বরাদ্দ হত। আজ মোদীজি পশ্চিমবঙ্গে রেলের উন্নয়নের জন্য ১৩ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ করছেন।’
প্রসঙ্গত, মোদী জমানার আগের যে সময়কালের কথা অশ্বিনী বৈষ্ণব বলছেন, সেই সময় রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক বাংলার নেতা। তালিকায় আছেন, দীনেশ ত্রিবেদী ও মুকুল রায়ও। কিন্তু, বাংলার থেকে রেলমন্ত্রী থাকার পরও যে মোদী আমলের তুলনায় সে সময়ের বরাদ্দ অনেকটা কম ছিল, সেটাই ঠারেঠোরে বুঝিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এদিকে আবার গতকালই জমি জটে বাংলায় রেলের প্রকল্প আটকে থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ধরনা মঞ্চ থেকে মমতা কেন্দ্রকে বিঁধে বলেছেন, ‘কী করেছো, কী দিয়েছো? যত মেট্রো সব আমার করে দেওয়া। আমার টাকা দেওয়া। তোমাদের একটাও করা নয়, তুমি উদ্বোধন করছো।’