ভ্যাকসিন নিয়ে খারাপ খবর শোনাল কলকাতা পুরসভা! সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কোভ্যাকসিনের টিকাকরণ

Covid Vaccination: গণেশ পুজো মিটতেই যে ভাবে কলকাতা পুরসভা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল, টিকার আকাল দেখা দিয়েছে। অনির্দিষ্টকালের জন্য কোভ্যাকসিন দেওয়া বন্ধ থাকবে।

ভ্যাকসিন নিয়ে খারাপ খবর শোনাল কলকাতা পুরসভা! সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কোভ্যাকসিনের টিকাকরণ
শিশুদের উপর কোভ্যাক্সিনের টিকা প্রয়োগের আবেদন করল ওকুজেন। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2021 | 11:12 PM

কলকাতা: ফের মহানগরে টিকার (Covid Vaccine) আকালের অভিযোগ উঠল। কোভ্যাকসিনের ভাঁড়ারে টান পড়েছে। সোমবার থেকে কলকাতা পুর এলাকায় বন্ধ কোভ্যাকসিনের টিকাকরণ। তবে কোভিশিল্ড দেওয়া হবে বলেই জানানো হয়েছে।

কলকাতা পুরসভা (KMC) বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, কোভ্যাকসিনের টিকা পর্যাপ্ত মজুত নেই পুরসভার কাছে। সে কারণে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কোভ্যাকসিন দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনও টিকাদান কেন্দ্রেই কোভ্যাকসিন দেওয়া হবে না।

এদিকে শহরে সংক্রমণের গ্রাফ আবারও ঊর্ধ্বমুখী। গত একদিনে নতুন করে শহরে করোনা সংক্রমিত হয়েছেন ৭৫১ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। এখনও অবধি মোট সংক্রমিতের সংখ্যা ১৫,৫৬,৯০৮ জন। অতিমারির বলি হয়েছেন ১৮,৫৭৭ জন। উৎসবের মরসুম আসতেই আবারও নতুন করে মাথা চাড়া দিচ্ছে সংক্রমণ।

এর মধ্যে টিকার আকালের খবরে চিন্তা বাড়ছে। পুজোর আগে মহানগরে মহা উদ্বেগের চিত্রটা প্রকট হচ্ছে। কলকাতায় ফের চড়ছে কোভিড গ্রাফ। শুক্রবার গণেশ চতুর্থীতে এ শহরে জমায়েতের যে ছবিটা ধরা পড়েছে তাও আতঙ্কের কারণ হিসাবে যথেষ্ট। গণেশ পুজোতেই যদি এই ভিড় হয়, বাঙালির শ্রেষ্ঠ উৎসবে তা হলে কী হবে তা যথেষ্ট চিন্তার।

চিকিৎসক রাজেশ প্রামাণিক বলেন, “গতবার আমরা উৎসবের মরসুমে অনেকটাই সংযত ছিলাম। এবারও সে পথেই হাঁটা দরকার। এখন যেটা শুনছি ওনাম বা এরকম নানা উৎসবে বিভিন্ন জায়গায় পিক শুরু হচ্ছে। ভুললে চলবে না কোভিড এখনও চলে যায়নি। যেহেতু যায়নি তাই আমাদের সতর্ক থাকতেই হবে।”

অন্যদিকে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের পরামর্শ, “উৎসবটা মনে থাকুক। উৎসবটা বাইরে সংযত নয়, বন্ধই থাকুক। যত টুকু না করলেই নয় তত টুকুই করা ভাল। গত বছর ঠিক যেমন হয়েছিল, ওর চেয়ে বেশি যেন না হয়।” চিকিৎসক কুণাল সরকারের কথায়, “আমাদের একটু একটু করে প্রতিরোধ শক্তি গড়ে উঠছে। টিকাকরণ হচ্ছে। তবে প্রতিরোধ শক্তির একটা অসুবিধা হল আমরা কয়েক মাস আগেও মনে মনে একটা অঙ্ক কষতাম ৬০-৭০ শতাংশ যদি আমরা প্রোটেক্টেড পপুলেশনে আসি তা হলে হয়তো হার্ড ইমিউনিটিতে পৌঁছে যাব। কিন্তু ডেল্টা তা গোলমাল করে দিয়েছে। এর সংক্রমণ এত বেশি যথা সম্ভব টিকাকরণ দরকার। তা না হওয়া পর্যন্ত আমাদের নিশ্চিন্ত হওয়ার কোনও উপায়ই নেই।”

কিন্তু গণেশ পুজো মিটতেই যে ভাবে কলকাতা পুরসভা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল, টিকার আকাল দেখা দিয়েছে। অনির্দিষ্টকালের জন্য কোভ্যাকসিন দেওয়া বন্ধ থাকবে, তাতে স্বভাবতই উদ্বেগে সাধারণ মানুষ। যাঁরা ইতিমধ্যেই টিকার প্রথম ডোজ় নিয়েছেন, দ্বিতীয় ডোজ়ের সময় হয়ে গিয়েছে। কিংবা প্রথম ডোজ় নিতে যাবেন, তাঁদের জন্য এ খবর নিশ্চয়ই চিন্তার। আগামী সপ্তাহে ফের বিশ্বকর্মা পুজো। এর পর আর ১৫ দিনও হাতে থাকবে না মহালয়া, দুর্গাপুজো আসতে। একই সঙ্গে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না কোনও ভাবেই। আরও বেশি করে টিকাকরণই এক মাত্র রক্ষা কবচ।

আরও পড়ুন: ‘গৃহবন্দি থেকে মুক্তি চাই’, মানবাধিকার কমিশনকে চিঠি লিখলেন মইদুল