গ্রিল লাগাতে গিয়ে চারতলা থেকে পড়ে আহত দুই মিস্ত্রি

আহত দুই মিস্ত্রিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গ্রিল লাগাতে গিয়ে চারতলা থেকে পড়ে আহত দুই মিস্ত্রি
এই বারান্দা ভেঙেই দুর্ঘটনা।
Follow Us:
| Updated on: Dec 13, 2020 | 5:28 PM

কলকাতা: বারান্দায় গ্রিলের কাজ করতে গিয়ে চারতলা থেকে পড়ে আহত দুই মিস্ত্রি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার এক সবজি বিক্রেতাও গুরুতর আহত হন। তাঁর পায়ের চোট গুরুতর। রবিবার বেহালা (Behala) শিমূলতলা বাজার এলাকা ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে আসে বেহালা থানার পুলিস।

শিমূলতলা বাজারের নীলাঞ্জনা অ্যাপার্টমেন্ট। সেখানেই এদিন কাজ করছিলেন দুই মিস্ত্রি। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রিল কাটার কাজ করছিলেন তাঁরা। সেখানে কোনও সাপোর্ট ছিল না। গ্রিল কাটতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বারান্দার একাংশ। সোজা নিচে গিয়ে পড়েন দুই মিস্ত্রি।

আরও পড়ুন: তৃণমূল বহিষ্কার করেছে শুনেই মিষ্টিমুখ করালেন কনিষ্ক, বললেন ‘খুব শান্তি পেলাম’

ওই অ্যাপার্টমেন্টের সামনেই ছিলেন এক সবজি বিক্রেতা। বারান্দা ভেঙে পড়ছে দেখে সরে যাওয়ার চেষ্টা করেন তিনি। সেই সময়ই কংক্রিটের চাঙড় ভেঙে তাঁর পায়ে পড়ে। স্থানীয়দের অনুমান, যেভাবে চোট লেগেছে তাতে পা ভেঙে গিয়ে থাকতে পারে। অন্যদিকে আহত দুই মিস্ত্রিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।