প্রত্যাশার অর্ধেক করও আদায় হয়নি, ফের ওয়েভার স্কিমের মেয়াদ বাড়াল পুরসভা
এখনও পর্যন্ত ওয়েভার স্কিমে ১৮০ কোটি টাকা কর বাবদ জমা হয়েছে। পুরকর্তারা আশা ছিল, করের পরিমাণ অন্তত ৫০০ কোটি স্পর্শ করবে। কিন্তু তার অর্ধেকও হয়নি।
কলকাতা: ওয়েভার স্কিমে (Waiver Scheme) কর জমা দেওয়ার সময়সীমা আরও বৃদ্ধি করল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। শেষবার আবেদনপত্রের মাধ্যমে কর জমা দেওয়ার দিনক্ষণ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু আশানুরূপ অর্থ জমা না পড়ায় ফের একবার সময়সীমা বাড়াতে বাধ্য হল কলকাতা পুরসভা।
সোমবার কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েভার স্কিমে কর দেওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে। এখনও পর্যন্ত ওয়েভার স্কিমে ১৮০ কোটি টাকা কর বাবদ জমা হয়েছে। পুরকর্তারা আশা ছিল, করের পরিমাণ অন্তত ৫০০ কোটি স্পর্শ করবে। কিন্তু তার অর্ধেকও হয়নি। ফলে খানিকটা বাধ্য হয়েই পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যারা আবেদনপত্র জমা করবে তাঁদের জরিমানা এবং সুদ দুটি ক্ষেত্রেই ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে।
প্রশাসক ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারির পর ১ মে পর্যন্ত ওয়েভার স্কিমে কেউ টাকা জমা দিলে জরিমানার ক্ষেত্রে ১০০ শতাংশ এবং সুদের উপর ৬০ শতাংশ ছাড় দেওয়া হবে। এর আগেও অবশ্য একই কারণে একাধিকবার ওয়েভার স্কিমের মেয়াদ বাড়িয়েছিল পুরসভা
আরও পড়ুন: পোর্টাল-বিভ্রাটের মধ্যেই দ্বিতীয় দফার টিকাকরণে জোর কেন্দ্রের, মেপে পা রাজ্যের
প্রসঙ্গত, লকডাউনের সময় কলকাতা পুরসভার কর আদায় প্রক্রিয়ায় দীর্ঘদিন বিরতি পড়েছিল। ফলে পুরসভার কোষাগারে টান পড়ে। এই অবস্থায় ঘুরে দাঁড়াতে গত অক্টোবর মাসে ওয়েভার স্কিম চালু করে কলকাতা পুরসভা। এই স্কিমে সংশ্লিষ্ট দিনের মধ্যে কর জমা দিলে ছাড় ঘোষণা করা হয়। সেই মেয়াদ বাড়িয়েই ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।