Weather Update: বিকেলেই নামবে বৃষ্টি, রয়েছে ঝড়ের পূর্বাভাসও
Weather Update: আবহাওয়া দফতরের দেওয়া রিপোর্টে আগেই জানানো হয়েছিল, স্থানীয়ভাবে মেঘ তৈরি হওয়ার কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় নামতে পারে স্বস্তির বৃষ্টি।
কলকাতা : ফের স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। বৃহস্পতিবার বিকেলেই বৃষ্টি নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে সম্ভাবনা রয়েছে ঝড়েরও। সপ্তাহ খানেক আগেই প্রবল উত্তাপে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল রাজ্যবাসীর। চলতি সপ্তাহেই ফিরেছে স্বস্তি। আর রাজ্যের মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরছে, কতদিন থাকবে এই স্বস্তি? আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, আপাতত তাপমাত্রা খুব বাড়ার সম্ভাবনা নেই। আরও স্বস্তির খবর হল, আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। ফলে, তাপমাত্রা খুব বেশি অস্বস্তির কারণ হবে না। বৃহস্পতিবার সকাল থেকেই একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। আরও কয়েক জায়গায় এদিন বিকেলে বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাসে।
বৃহস্পতিবার দুপুরেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃষ্টি হতে পারে নদিয়া, ঝাড়গ্রাম ও উত্তর ২৪ পরগনায়। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনাও রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও বইছে ঝোড়ো হাওয়া।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা এগিয়ে এসেছে এ রাজ্যের দিকে, তার জেরেই বৃষ্টি হচ্ছে। মূলত দক্ষিণবঙ্গে জেলাগুলিতে এই আবহাওয়া দেখা যাচ্ছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও একই ছবি দেখা যাবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে বোলপুর সহ বীরভূমের একাধিক জায়গায় শিলাবৃষ্টিও হতে দেখা যায়। বোলপুরের বাসিন্দারা বলছেন বহুদিন পর এমন শিলাবৃষ্টি দেখলেন তাঁরা।