Rain in Kolkata: বিকেলেই নামল সন্ধে, কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি তিলোত্তমায়

Rain in Kolkata: শুধু কলকাতা শহরেই নয়, আশপাশের শহরতলিতেও তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও নদিয়া জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Rain in Kolkata: বিকেলেই নামল সন্ধে, কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি তিলোত্তমায়
কলকাতায় বৃষ্টি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 8:27 PM

কলকাতা: কালো করে মেঘ জমেছে কলকাতার আকাশে। ১-২ ঘণ্টার মধ্যেই কলকাতায় (Rain in Kolkata) তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তিলোত্তমায় (Weather Update)। শুধু কলকাতা শহরেই নয়, আশপাশের শহরতলিতেও তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও নদিয়া জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতিটি জেলাতেই ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা ও দুই চব্বিশ পরগনার জন্য আগামী দু’ঘণ্টার জন্য বৃষ্টির হলুদ সতর্কতা এবং  হাওড়া ও নদিয়া জেলার জন্য আগামী তিন ঘণ্টার জন্য বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ সন্ধেয় ঝড়–বৃষ্টির সময়ে বজ্রপাতেরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রপাতের সময়ে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্তভাবে অল্পবিস্তর বৃষ্টি হচ্ছে কলকাতা ও শহরতলির বেশ কিছু এলাকায়। সন্ধের দিকের এই বৃষ্টিতে প্যাচপ্যাচে গরম থেকে কিছুটা হলেও নিস্তার মিলছে শহরবাসীর। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী নয়। পরের দিন সকাল হতেই আবার সূর্যের প্রচণ্ড তেজ, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজকের বৃষ্টির পরেও বিশেষ খুব একটা সুরাহা হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কলকাতা ও শহরতলির এলাকায় একইরকম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যখন অস্বস্তি চলছে, তখন উত্তরের জেলাগুলিতে কিন্তু আবহাওয়া অনেকটাই স্বস্তির। উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে একেবারে উত্তরের পাঁচ জেলায় বেশি বৃষ্টি হচ্ছে। আগামী পাঁচ দিনে কোথাও হালকা থেকে মাঝারি, তো কোথাও আবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে আবার পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহে নাজেহাল অবস্থা হতে পারে পশ্চিমের জেলাগুলির বাসিন্দাদের।