Weather: কতদিন এমনই ‘নাছোড়’ বৃষ্টি? জানিয়ে দিল হাওয়া অফিস
এই নিম্নচাপের জেরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দুই মেদিনীপুরে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়াতে।
কলকাতা: নিম্নচাপের দাপটে বঙ্গে অতিসক্রিয় বর্ষা। বুধবার রাতভর দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়েছে কলকাতার বেশ কিছু এলাকা। অতিভারী বৃষ্টি হয়েছে দুই মেদিনীপুরে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই মুক্তি নেই এই জলযন্ত্রণা থেকে। বৃহস্পতিবার ভারী বর্ষণ তো চলছেই। শুক্রবারও দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা।
নিম্নচাপের প্রভাবে দু’ দিন ধরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বাংলা লাগোয়া বাংলাদেশের উপর এই সুস্পষ্ট নিম্নচাপ থাকায় শুক্রবারও দিনভর দফায় দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। নিম্নচাপটি এই মুহূর্তে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের উপরে বিরাজ করছে। আগামী ৪৮ ঘণ্টায় বিহার ও ঝাড়খণ্ডের দিকে অবস্থান করার কথা তার।
এই নিম্নচাপের জেরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দুই মেদিনীপুরে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়াতে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কথা। তবে শুক্রবার পূর্বের জেলাগুলিতে বৃষ্টির দাপট অনেকটাই কমবে। বরং বৃষ্টি বাড়বে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায়। আবহাওয়া দফতরের তরফে আগামী ৩০ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আরও পড়ুন: জলমগ্ন আলিপুর আদালত চত্বরে ভয়ঙ্কর দুর্ঘটনা! বিদ্যুৎস্পৃষ্ট ২ আইনজীবী