Weather Update: বর্ষা না এলেও ‘খেল’ দেখাবে দক্ষিণের আকাশ! শনিবারই ঘুরতে পারে ‘খেলা’
Weather Update: হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার থেকে বৃষ্টি-বাদলার সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত এই ঝড়-বৃষ্টিই আপাতত ভরসা দক্ষিণের জেলাগুলির জন্য। এদিকে আগামী শুক্রবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। সপ্তাহান্তে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তাপমাত্রার পারদ।
কলকাতা: ভ্যাপসা গরম, অস্বস্তি যেন কাটছেই না দক্ষিণবঙ্গে। উত্তরে বর্ষা ঢুকে গিয়েছে অনেকদিন হল, কিন্তু দক্ষিণে কবে বর্ষার আগমন হবে, তা এখনই স্পষ্টভাবে বলতে পারছেন না আবহওয়াবিদরা। আগামী ৩-৪ দিনেও দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের তেমন কোনও ইঙ্গিত নেই। তবে চলতি সপ্তাহ শেষে কিছুটা স্বস্তির আশা দক্ষিণের জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার থেকে বৃষ্টি-বাদলার সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত এই ঝড়-বৃষ্টিই আপাতত ভরসা দক্ষিণের জেলাগুলির জন্য। এদিকে আগামী শুক্রবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। সপ্তাহান্তে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তাপমাত্রার পারদ।
মৌসুমী বায়ু কবে প্রবেশ করবে দক্ষিণবঙ্গে, আপাতত সেই অপেক্ষাতেই হাপিত্যেশ করে বসে রয়েছে দক্ষিণের জেলাগুলি। গত দু’দিনে দক্ষিণের কোনও না কোনও জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে বটে, কিন্তু সেই মেঘ সব জেলায় ঢুকছে না। আবহাওয়াবিদরা মনে করছেন, আজ-কালও দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় আঞ্চলিক মেঘের প্রভাবে অল্প-বিস্তর বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে সেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সপ্তাহান্তে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি-বাদলার সম্ভাবনা থাকলেও, বর্ষার সঙ্গে এর কোনও যোগ নেই। আঞ্চলিক মেঘের কারণেই এই বৃষ্টি।
একদিকে যখন দক্ষিণের জেলাগুলি গরমে সেদ্ধ হচ্ছে, তখন উত্তরবঙ্গের ছবিটা সম্পূর্ণ ভিন্ন। বর্ষা ইতিমধ্যেই ঢুকে গিয়েছে সেখানে। উত্তরবঙ্গের জেলাগুলিতে নাগাড়ে বৃষ্টি চলছে বর্ষার প্রভাবে। উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। বাংলার পাহাড়ে ও সিকিমের পাহাড়ে জারি রয়েছে কমলা সতর্কতা। পার্বত্য দার্জিলিং, সিকিম ও কালিম্পংয়ে ধস নামার আশঙ্কাও রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।