Weather Update: ফের রাতের শহরে কমতে শুরু করেছে তাপমাত্রা, এবার পড়বে জাঁকিয়ে ঠান্ডা
Weather Update: শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে এই তাপমাত্রার পারদ আরও কমবে।
কলকাতা: কাটতে শুরু করেছে পশ্চিমী ঝঞ্জা। রাজ্যে আস্তে আস্তে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। তাই কলকাতাতেও নামতে শুরু করছে তাপমাত্রার পারদ। আজ, শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে এই তাপমাত্রার পারদ আরও কমবে। কমবে রাতের তাপমাত্রা।
আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গ কমবে তাপমাত্রা। দার্জিলিং-সহ কয়েকটি জেলায় তাপমাত্রা আগামী দু’দিনের ৩ ডিগ্রি কমবে। দুর্যোগ কাটলেও বৃষ্টি পড়েছে গত দুদিনে সকালে। কিন্তু দুর্যোগ কাটলেও কেন এই বৃষ্টি? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই বৃষ্টির কারণ হল স্থানীয় মেঘ। উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠাণ্ডা হাওয়া ও বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা জনিত হাওয়া ওপর দিকে উঠছে, তাই এই দুই বিপরীত চরিত্রের হাওয়ার ধাক্কা লেগে স্থানীয়ভাবে মেঘ তৈরি হচ্ছে, আর তার জেরেই এই বৃষ্টি হচ্ছে।
জওয়াদের সরাসরি প্রভাব পড়েনি রাজ্যে। তবে নিম্নচাপের জেরে গত সোমবার দিনভর বৃষ্টি চলতে থাকে কলকাতা ও উপকূলবর্তী এলাকাগুলিতে। একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। সমুদ্র উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় কলকাতা, হাওড়া, হুগলি সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই। টিকিয়াপাড়া থেকে দাশনগর, লিলুয়া বা সালকিয়া। বড় রাস্তা থেকে অল-গলি সর্বত্র জমেছে জল। তবে আস্তে আস্তে জল নামতে শুরু করেছে। মঙ্গলবার ঝকঝকে আবহাওয়া দেখে খুশি হয়েছিলেন অনেকেই। এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরাও। মাঠ থেকে ধান তুলেও রেহাই নেই চাষিদের। ক্রমশই নতুন করে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। এবার ফের বৃষ্টি থেকে প্রমাদ গুণছেন অনেকেই।
প্রশ্ন হচ্ছে জাঁকিয়ে শীত কবে পড়বে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৫ ডিসেম্বরের মধ্যে বঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Orphaned Child: সালকিয়ার ছোট্ট মেয়ে থাকবে তার পালিতা মায়ের কাছেই! স্পষ্ট করল আদালত