Today Weather Update: ফের বদলে যাবে আবহাওয়া, কবে থেকে জানুন…
Today Weather Update: আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার লাফিয়ে-লাফিয়ে বেড়েছে তাপমাত্রা। যার ফলে শীত পড়েও নেই বললেই চলে। এখনও পর্যন্ত ঝঞ্ঝার জেরে লাফিয়ে বেড়েছে তাপমাত্রা। কলকাতার পারদ ছুঁয়েছে ১৭.১ ডিগ্রি সেলসিয়াসে। তবে শীতপ্রেমীদের জন্য খুশির খবরও আছে।
কলকাতা: ‘শীত পড়ছে না’, ‘ঠান্ডা আর সেভাবে বোধহয় পড়বে’ এই প্রশ্নই ঘোরাফেরা করছে সকলের মনে। তবে শীতপ্রেমীদের জন্য সুখবর দিল আলিপুর আবহাওয়া অফিস। দ্রুত বদলে যাবে আবহাওয়া। সপ্তাহর শেষে আবার ফিরবে শীত।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার লাফিয়ে-লাফিয়ে বেড়েছে তাপমাত্রা। যার ফলে শীত পড়েও নেই বললেই চলে। এখনও পর্যন্ত ঝঞ্ঝার জেরে লাফিয়ে বেড়েছে তাপমাত্রা। কলকাতার পারদ ছুঁয়েছে ১৭.১ ডিগ্রি সেলসিয়াসে। তবে শীতপ্রেমীদের জন্য খুশির খবরও আছে। দ্রুত হাওয়াবদলের আশা, সপ্তাহ-শেষেই ফিরবে শীত। ১৩ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা।
আগামী তিনদিনে কম করে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারাপতন দেখতে পাওয়া যেতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আপাতত আগামী কয়েকদিন বাংলায় নতুন করে কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে হাওয়া অফিস এও বলছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই দেখা যাবে ঘন কুয়াশার দাপট। তবে কি কাল বা পরশু কলকাতায় মরসুমের শীতলতম দিন? কারণ ডিসেম্বরে ১৩.৭ ডিগ্রিতে নেমেছিল, ওটাই এখনও পর্যন্ত সর্বনিম্ন কলকাতার। ১০ ডিগ্রির নিচে নামতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। শীত দিনকয়েক থিতু হওয়ার সম্ভাবনা।