Weather Update: চৈত্রের চাঁদি-ফাটা রোদ্দুর থেকে কি রেহাই মিলবে? ঘূর্ণিঝড় ‘অশনি’ প্রভাব ফেলবে বাংলায়?

Weather Forecast: বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে, সেটি বর্তমানে দক্ষিণ আন্দামান সাগরের ওপর অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তি বাড়াবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

Weather Update: চৈত্রের চাঁদি-ফাটা রোদ্দুর থেকে কি রেহাই মিলবে? ঘূর্ণিঝড় 'অশনি' প্রভাব ফেলবে বাংলায়?
কেমন থাকবে আবহাওয়া, জানাল আলিপুর
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2022 | 3:35 PM

কলকাতা : চৈত্রের গরম তার দাপট দেখাতে শুরু করে দিয়েছে রাজ্যে (Weather Update)। দুপুরে রাস্তায় বেরোলেই টের পাওয়া যাচ্ছে রোদের প্রখর তেজ। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহওয়া দফতর। রাজ্যের বাকি সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের দিকে তাপমাত্রার ক্ষেত্রেও আর কোনও পরিবর্তন হবে না এই ক’দিন। ফলে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যবাসীকে যে তীব্র গরমে নাজেহাল হতে হচ্ছিল, তাতে কোনও বদল হবে না।

বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে, সেটি বর্তমানে দক্ষিণ আন্দামান সাগরের ওপর অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তি বাড়াবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ২০ মার্চ সকাল নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপর উত্তরের দিকে এগোতে শুরু করবে। ২১ মার্চ (সোমবার) ওই গভীর নিম্নচাপটি আরও একটু শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তারপর উত্তর-পূর্ব দিকে গিয়ে মায়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপর পৌঁছে যাবে ২২ মার্চ (মঙ্গলবার) নাগাদ। যেহেতু এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের থেকে অনেকটা দূরে রয়েছে, তাই পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপর এর প্রভাব তেমন কিছু পড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহওয়া অফিস। তবে ২২ মার্চ আমাদের রাজ্যের আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা আছে।

দক্ষিণ বঙ্গোপসাগরে, যে নিম্নচাপটি তৈরি হয়েছে, তার জেরে বাংলায় বৃষ্টি হবে কি না, সেই নিয়ে বিগত কয়েকদিন ধরেই শহরবাসীর মধ্যে কৌতুহল বাড়ছিল। কিন্তু এই ভ্যাপসা গরমের মধ্যে শহরবাসী বৃষ্টি ভেজার যে আশা দেখছিল, তাতে আপাতত জল ঢেলে দিল হাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের তেমন কোনও প্রভাব এ রাজ্যের উপর পড়বে না বলেই জানানো হয়েছে। কেবল রাজ্যের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, এর বেশি কিছুর সম্ভাবনা নেই। মরশুমের প্রথম এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘অশনি’। নামকরণ করেছে শ্রীলঙ্কা। এই ঘূর্ণিঝড়ের জেরে আন্দামান – নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তারপর এটি বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে এগিয়ে যাবে।

আরও পড়ুন : Cyclone Asani: ১৩২ বছরে এমন ঘটনা ঘটেনি আন্দামানে, জারি হল কড়া সতর্কবার্তা