১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস; ‘খরচই উঠবে না’, দাবি বাস মালিকদের
BUS FARE: যেহেতু ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলবে। ফলে তেলের খরচ তুলতে ভাড়া বাড়ানোই একমাত্র পথ বলে মনে করছে বাস মালিক সংগঠনগুলি।
কলকাতা: রাজ্যের করোনা সংক্রমণ এখন অনেকটাই থিতু হয়েছে। ১ জুলাই থেকে বেশ কিছু বিধিনিষেধও শিথিল হবে। সোমবারই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, সরকারি ও বেসরকারি বাস ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানো যাবে। কিন্তু বাস মালিক সংগঠনগুলি এই ৫০ শতাংশের হিসাবে মোটেই খুশি নয়। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই তা স্পষ্ট করে দিল তারা।
বাস মালিক সংগঠনের কর্তা রাহুল চট্টোপাধ্যায়, প্রদীপনারায়ণ বসু, টিটো সাহাদের বক্তব্য, রাজ্য সরকার ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর অনুমতি দিলে বাস চালিয়ে খরচ তোলা সম্ভব নয়। তাঁদের কথায়, যে ভাবে পেট্রোপণ্যের মূল্য আকাশ ছোঁয়া। তাতে হাতে গোনা যাত্রী নিয়ে বাস চালাতে গেলে তীব্র সমস্যার মধ্যে পড়তে হবে তাঁদের। এদিকে আবার লোকাল ট্রেনও চলবে না। ফলে যাত্রী কতজন পাওয়া যাবে, সেটাও একটা বড় প্রশ্নের অবকাশ রাখে। বাস পরিষেবা শুরু হওয়ার আগে রাজ্যের পরিবহনমন্ত্রীর সঙ্গে আরও একবার বৈঠকে বসতে চায় বাস মালিক সংগঠনগুলি।
আরও পড়ুন: চালু হচ্ছে বাস-অটো-টোটো, লোকাল ট্রেনে এখনও ‘না’ মুখ্যমন্ত্রীর
যেহেতু ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলবে। ফলে তেলের খরচ তুলতে ভাড়া বাড়ানোই একমাত্র পথ বলে মনে করছে বাস মালিক সংগঠনগুলি। তাদের দাবি, বাস ভাড়ার পুনর্বিন্যাস এই মুহূর্তে অত্যন্ত জরুরি। বাস মালিক সংগঠনের কর্তারা জানাচ্ছেন, গত লকডাউনের আগে ডিজেলের দাম ছিল ৬৫ টাকার নিচে। এখন সেই ডিজেলের দাম ৯০ টাকার উপরে গিয়ে দাঁড়িয়েছে। সরকার যাতে এই বিষয়টি বিবেচনা করে, আবেদন বাস মালিক সংগঠনের। এর আগেই এককালীন আর্থিক অনুদানের দাবি জানিয়েছিল তারা। এবার ভাড়ার পুনর্বিন্যাস! যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন, মহামারীর সঙ্কটে সাধারণ মানুষের উপর অর্থনৈতিক কোনও বাড়তি বোঝা তিনি চাপাতে চান না। সে ক্ষেত্রে বাস মালিকদের দাবি কোন পথে মেটানো যায় সেটাই নজরে।