‘ভিন্ন ভিন্ন ছিন্ন ছিন্ন করার খেলায় মত্ত’ রাজ্যপাল! মমতার অভিযোগের জবাবে ‘জিটিএ’ হাতিয়ার ধনখড়ের
Jagdeep Dhankhar: 'আমি বলব ক্যাগকে (CAG) দিয়ে এই জিটিএ দুর্নীতির তদন্ত করাতে হবে', বক্তব্য রাজ্যপালের।
কলকাতা: রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে সোমবারই নবান্নে এক রাশ অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের এই সফরে ভাগাভাগি উস্কানির মদত খুঁজে পেয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি প্রশ্ন তুলেছেন, “হঠাৎ উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল কেন? ভিন্ন ভিন্ন ছিন্ন ছিন্ন করার খেলায় মত্ত হতে?”। তারই পাল্টা রাজভবনে এদিন রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, জিটিএ দুর্নীতির অভিযোগ রয়েছে পাহাড়বাসীর। হাজার হাজার কোটি টাকার জিটিএ দুর্নীতির অভিযোগ করেছেন তাঁরা। কোনও কাজই হয়নি পাহাড়ের মানুষের জন্য। শুধুই স্বজনপোষণ সেখানে।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে বলেন, “কোথাও ছোটওখাটো কিছু ঘটলেও তা আমরা সামাল দিই। অথচ রাজনীতি করার জন্য কখনও রাজ্যপাল চলে যাচ্ছেন এর বাড়ি ওর বাড়ি। আবার কখনও মানবাধিকার কমিশনকে ডেকে এনে পাঠিয়ে দিচ্ছে। এই তো রাজ্যপাল ঘুরে এলেন উত্তরবঙ্গ থেকে। উনি চলে আসার পরই আবার শুনছি নতুন টিম গিয়েছে। রাজ্যপাল গিয়ে বিজেপির সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের সঙ্গে বৈঠক করছেন। কেন তিনি হঠাৎ করে উত্তরবঙ্গ সফরটা বেছে নিলেন? ভিন্ন ভিন্ন ছিন্ন ছিন্ন করার খেলায় মত্ত হতে? আমাকে কেউ কেউ বলেছে, তাদের বলা হয়েছে আন্দোলন গড়ে তোলো। এটা রাজ্যপালের কাজ নয়। আমি এরকম রাজ্যপাল আগে কখনও দেখিনি। ওনাকে যাতে সরিয়ে নেওয়া হয় তার জন্য তিনটে চিঠি লিখেছি। এটা কেন্দ্রীয় সরকারের ভেবে দেখা উচিৎ।”
আরও পড়ুন: ‘জৈন হাওয়ালা মামলার চার্জশিটে আমার নাম নয়, যশবন্ত সিনহার নাম ছিল’, পাল্টা বিস্ফোরক ধনখড়
তারই জবাবে এদিন রাজ্যপাল বলেন, “জিটিএতে ২০১৭ সালে একটাই ভোট হয়েছে। এরপর আর কোনও ভোট নেই। আমার কাছে জিটিএ দুর্নীতির অভিযোগ করেছেন পাহাড়বাসী। পাহাড়বাসীর কোনও কাজ হয়নি। তাঁরা বলছেন, এখানে শুধুই স্বজনপোষণ চলে। আমি বলব ক্যাগকে (CAG) দিয়ে এই জিটিএ দুর্নীতির তদন্ত করাতে হবে। ফান্ডের অডিট করাতে হবে। এ ধরনের বড় দুর্নীতিকে সামনে আনতে গেলে ক্যাগের অডিট দরকার।”