CPIM Parody: ভোটের মুখে ‘জামাল কুদু’র নতুন ভার্সন, বামেদের সুরেলা কাঁটায় বিদ্ধ তৃণমূল-বিজেপি

Lok Sabha Election 2024: আসন্ন লোকসভা নির্বাচনে প্রচারে জন্যই তৈরি করা হয়েছে এই প্য়ারোডি। জামাল কুদু গানের সুরে একযোগে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ করা হয়েছে। সেখানে যেমন রাজ্যের শাসক দলের দুর্নীতির খতিয়ান তুলে ধরা হয়েছে, তেমনই ভোটের মুখে নেতাদের দলবদল, বিজেপি-তৃণমূলের গোপন আঁতাতকেও আক্রমণ করা হয়েছে।

CPIM Parody: ভোটের মুখে 'জামাল কুদু'র নতুন ভার্সন, বামেদের সুরেলা কাঁটায় বিদ্ধ তৃণমূল-বিজেপি
বামফ্রন্টের প্যারোডি।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2024 | 8:00 AM

কলকাতা: দিন কয়েক বাদেই লোকসভা নির্বাচন। শেষ মুহূর্তে কোমর বেঁধে প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী সবাই। বাংলার ভোট ময়দানও সরগরম। ভোটের ঠিক মুখে এসে মোক্ষম চাল বামেদের। এক ঢিলে দুই পাখি মারছে সিপিআইএম। একদিকে যেমন যুব সমাজকে আকর্ষণ করছে, তেমনই আবার প্রতিপক্ষ দলকেও আক্রমণ করা হচ্ছে। আর এই সব কিছুরই সৌজন্যে “জামাল কুদু”। রণবীর কাপুরের সুপারহিট সিনেমা ‘অ্যানিমাল’-র এই গানের তালে গত বছরের শেষভাগ থেকেই নাচছে গোটা দেশ। এবার সেই গানের সুরকে ব্যবহার করেই প্যারোডি তৈরি করল বামফ্রন্ট। গানেই মমতা-শুভেন্দুকে বিঁধল।

আসন্ন লোকসভা নির্বাচনে প্রচারে জন্যই তৈরি করা হয়েছে এই প্য়ারোডি। জামাল কুদু গানের সুরে একযোগে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ করা হয়েছে। সেখানে যেমন রাজ্যের শাসক দলের দুর্নীতির খতিয়ান তুলে ধরা হয়েছে, তেমনই ভোটের মুখে নেতাদের দলবদল, বিজেপি-তৃণমূলের গোপন আঁতাতকেও আক্রমণ করা হয়েছে।

গানের ভিডিয়ো দেখা যাচ্ছে, রাজ্যের চাকরি দুর্নীতি থেকে কয়লা-বালি পাচারের কথা যেমন ঠাই পেয়েছে, তেমনই সিন্ডিকেটের দাদাগিরি, একের পর এক বিল্ডিং ভেঙে পড়ার মতো ঘটনাকেও তুলে ধরা হয়েছে। শুধু তৃণমূলকেই নয়, প্যারোডির মাধ্যমে বিজেপিকেও আক্রমণ করতে ছাড়েনি লাল শিবির। ভোটের মুখে দলবদল, ধর্ম নিয়ে বিভাজনের মতো ইস্যু নিয়ে আক্রমণ করেছে সিপিআইএম।

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও একাধিক নির্বাচনে প্যারোডিকে হাতিয়ার বানিয়েছে সিপিআইএম। এর আগে রাজ্যে বিধানসভা নির্বাচনের সময়ও হিট গান “টুম্পা সোনা”কে নিয়ে প্যারোডি তৈরি করা হয়েছিল। ২০২১ সালের নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সেই প্যারোডি। এরপর পঞ্চায়েত নির্বাচনে ভূমি ব্য়ান্ডের ‘বারান্দায় রোদ্দুর’ গান নিয়েও প্যারোডি বানিয়েছিল বামেরা।