দুশ্চিন্তা বাড়াচ্ছে হাওড়া-হুগলির পরিস্থিতি, দেখুন সংক্রমণের জেলাওয়াড়ি ছবি

বৃহস্পতিবার নতুন করে রাজ্যে ১১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১৯ হাজার ২১৬ জন আক্রান্ত হয়েছেন।

দুশ্চিন্তা বাড়াচ্ছে হাওড়া-হুগলির পরিস্থিতি, দেখুন সংক্রমণের জেলাওয়াড়ি ছবি
অলংকরণ- অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: May 07, 2021 | 8:25 PM

কলকাতা: প্রথম ঢেউয়ের তুলনায় অনেক বেশি মারণ ক্ষমতা নিয়ে গোটা দেশে হানা দিয়েছে করোনাভাইরাস। তবে প্রথম দফায় যেটা হয়নি, কিন্তু ভয় ছিল, দ্বিতীয় দফায় সেটাই হল। এ বার শহর পেরিয়ে গ্রামবাংলার অলিন্দেও হানা দিয়েছে এই অদৃশ্য শত্রু। করোনার মারাত্মক প্রভাব যে প্রত্যেকটি জেলায় কমবেশি পড়েছে, তা মোটামুটি স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিন থেকেই স্পষ্ট। সংক্রমণের সামগ্রিক ছবিটা প্রত্যেকদিন ধরা পড়লেও জেলায় জেলায় ঠিক কেমন, তা অনেক সময় আড়ালেই থেকে যায়।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন….

আলিপুরদুয়ার- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭ জন। সুস্থ হয়েছেন ৬৪ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

কোচবিহার- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭২ জন। সুস্থ হয়েছেন ১৯১ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

দার্জিলিং- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪১ জন। সুস্থ হয়েছেন ৪৯৮ জন। গত একদিনে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

কালিম্পং- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। সুস্থ হয়েছেন ৪৩ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

জলপাইগুড়ি- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৯ জন। সুস্থ হয়েছেন ২০৫ জন। গত একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

উত্তর দিনাজপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২১ জন। সুস্থ হয়েছেন ২৮৪ জন। গত একদিনে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

দক্ষিণ দিনাজপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০১ জন। সুস্থ হয়েছেন ১৬৯ জন। গত একদিনে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

মালদা- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫৯ জন। সুস্থ হয়েছেন ৬০৯ জন। গত একদিনে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

মুর্শিদাবাদ- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০৬ জন। সুস্থ হয়েছেন ৬৩৮ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

নদিয়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯৫ জন। সুস্থ হয়েছেন ৭১৩ জন। গত একদিনে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

বীরভূম- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮২৭ জন। সুস্থ হয়েছেন ৭৮৪ জন। গত একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

পুরুলিয়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৫ জন। সুস্থ হয়েছেন ২৬৩ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

বাঁকুড়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৭ জন। সুস্থ হয়েছেন ৩৪৮ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

ঝাড়গ্রাম- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৪ জন। সুস্থ হয়েছেন ১০৩ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

পশ্চিম মেদিনীপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫৩ জন। সুস্থ হয়েছেন ৩২৪ জন। গত একদিনে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

পূর্ব মেদিনীপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯২ জন। সুস্থ হয়েছেন ৫৩২ জন। গত একদিনে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

আরও পড়ুন: বদলে যাচ্ছে কোউইনে রেজিস্ট্রেশন এবং ভ্যাকসিন নেওয়ার পদ্ধতি, ঘোষণা কেন্দ্রের

পূর্ব বর্ধমান- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮০২ জন। সুস্থ হয়েছেন ৪১৯ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

পশ্চিম বর্ধমান- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯২ জন। সুস্থ হয়েছেন ৮৬১ জন। গত একদিনে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

হাওড়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩৪ জন। সুস্থ হয়েছেন ৯৪৮ জন। গত একদিনে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

হুগলি- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯২ জন। সুস্থ হয়েছেন ৮৭৭ জন। গত একদিনে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

উত্তর ২৪ পরগনা- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৯৫৭ জন। সুস্থ হয়েছেন ৩,৯৬৯ জন। গত একদিনে করোনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

দক্ষিণ ২৪ পরগনা- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৭০ জন। সুস্থ হয়েছেন ৯৫৫ জন। গত একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

কলকাতা- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৯১৫ জন। সুস্থ হয়েছেন ৩,৯৮৩ জন। গত একদিনে করোনায় ২৮ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

অন্যদিকে, বৃহস্পতিবার নতুন করে রাজ্যে ১১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১৯ হাজার ২১৬ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৭ হাজার ৭৮০ জন।

আরও পড়ুন: ২০ হাজারের দরজায় বাংলার দৈনিক সংক্রমণ, পরের ১৫ দিন আরও খারাপ পরিস্থিতির আশঙ্কা