Jagdeep Dhankhar: বৈঠকে গরহাজির উপাচার্যরা, ‘প্রশাসনের চাপে’ সাক্ষাৎ এড়ানোর ইঙ্গিত রাজ্যপালের

Chancellors and VCs of Private Universities: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্যরা বৈঠকে গরহাজির থাকায় বেজায় চটেছেন রাজ্যপাল।

Jagdeep Dhankhar: বৈঠকে গরহাজির উপাচার্যরা, 'প্রশাসনের চাপে' সাক্ষাৎ এড়ানোর ইঙ্গিত রাজ্যপালের
কমিশনারকে তলব ধনখড়ের (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2021 | 10:56 PM

কলকাতা : রাজ্যপালের (West Bengal Governor Jagdeep Dhankhar) ডাকা বৈঠকে গরহাজির উপাচার্যরা (Vice Chancellors)। গরহাজির ১১ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের (Private Universities) উপাচার্য। সোমবার বিকেল ৩ টেয় তাঁদের বৈঠকের জন্য ডেকেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু ওমিক্রনের (Omicron Variant) কারণ দেখিয়ে গরহাজির রাজ্যের ১১ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এর আগেও বিভিন্ন সময়ে উপাচার্যরা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গিয়েছিলেন। এ ক্ষেত্রেও আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডাক

উপাচার্যরা বৈঠকে উপস্থিত না থাকার কারণ হিসেবে ওমিক্রনের কথা উল্লেখ করেছেন। কিন্তু এর নেপথ্যে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, রাজ্যপাল আগেই টুইট করে বিষয়টি জানিয়েছিলেন। সেখানে রাজ্যপাল লিখেছিলেন, তিনি ২০ ডিসেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের ডেকেছেন। রাজ্যপাল ভিজিটর হিসেবে তাঁদের ডেকেছিলেন। কিন্তু দেখা যায়, উপাচার্যরা কেউই যাননি।

ওমিক্রনের কারণ দেখিয়ে গরহাজির

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওমিক্রনের বাড়বাড়ন্তের কারণেই উপাচার্যরা বৈঠকে যাননি। কিন্তু এর আগেও দেখা গিয়েছে, লাগাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যখন রাজ্যপাল দেখা করার কথা বলেছেন, তখন, অনেকক্ষেত্রেই সেই সাক্ষাৎ হয়নি। অনেক ক্ষেত্রে রাজ্যপালের সঙ্গে উপাচার্যদের মতানৈক্যও ধরা পড়েছে।

বৈঠকে গরহাজির থাকায় বেজায় অসন্তুষ্ট রাজ্যপাল

এদিকে শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, উপাচার্যদের অনুপস্থিতির পর আজকের ডাকা ওই বৈঠকের দিনক্ষণ পরিবর্তন করেছেন রাজ্য়পাল। আগামী ২৩ ডিসেম্বর পুনরায় বৈঠক ডেকেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজভবনের তরফে জানানো হয়েছে, ১৮ ডিসেম্বরের লেখা চিঠি রাজভবনে এসে পৌঁছছে ২০ ডিসেম্বর বিকেলে। অর্থাৎ, বৈঠকের দিন বিকেলে সেই চিঠি এসেছে। আর এরপরই উপাচার্যদের প্রতি ক্ষোভ উগরে দিয়ে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

রাজ্যপালের বক্তব্য, যে কারণ উপাচার্যরা দেখিয়েছেন, তা একেবারেই গ্রহণযোগ্য নয়। উপাচার্য আচর্যদের লেখা চিঠির বিষয়বস্তু ও সময়কে দুর্ভাগ্যজনক আখ্যা রাজ্যপালের। রাজ্যপালের বক্তব্য, প্রশাসনিক ক্ষেত্রে এই রাজ্যে যে ভয় রয়েছে তার প্রকাশ এই চিঠি।

আরও পড়ুন : Kolkata municipal corporation election 2021: ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে মাটিতে ফেলে বিবস্ত্র করে মার, ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন : Mamata Banerjee: ‘অনেক টেনশন, শান্তি দরকার…’ ইন্দ্রনীলের গানে ভুল ধরিয়ে মমতা বলে উঠলেন, ‘হয়নি হয়নি’

আরও পড়ুন : KMC Election Results 2021 Live Streaming: পুরভোটে কে পাশ, কে ফেল? প্রতি মুহূর্তের চলজলদি আপডেটের জন্য চোখ রাখুন TV9 বাংলায়