Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: উচ্চশিক্ষায় অবদানের জন্য মমতাকে ডি.লিট সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের

Kolkata: সোমবার ছিল কলকাতায় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বছরের সমাবর্তন।

Mamata Banerjee: উচ্চশিক্ষায় অবদানের জন্য মমতাকে ডি.লিট সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের
মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি-লিট সম্মান।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2023 | 2:39 PM

কলকাতা: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় অবদান ও উন্নয়ন কর্মকাণ্ডের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি.লিট (D.Litt) সম্মান সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কলকাতার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জন ফেলিক্স এই সম্মান প্রদান করেন। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই সম্মান সাধারণ মানুষকে উৎসর্গ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এই সম্মানে আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি। সেন্ট জেভিয়ার্স পরিবারকে আমার তরফ থেকে ধন্যবাদ। আমি এই ডিগ্রি সাধারণ মানুষকে উৎসর্গ করছি। কারণ আমি সবসময় সাধারণ মানুষ হয়ে থাকতে চাই। আমি নিজে সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের জন্যই। আমি আমার তরফ থেকে এই সম্মান দেশের সাধারণ মানুষ ও রাজ্যের সাধারণ মানুষের জন্য উৎসর্গ করতে চাই।”

সোমবার ছিল সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতায় চতুর্থ বছরের সমাবর্তন। মুখ্যমন্ত্রী বলেন, “এর আগে আমার সঙ্গে যখন জন ফেলিক্স সাহেবের কথা হয়, আমি বলেছিলাম এখানে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় করা যায় না? কারণ বিশ্বজুড়ে এই প্রতিষ্ঠানের নাম। এত জনপ্রিয় প্রতিষ্ঠান। এখানকার ছাত্ররা সেন্ট জেভিয়ার্স থেকে পাস করার পর তো সরাসরি সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়েই ভর্তি হতে পারেন। আমি খুব খুশি, কয়েক মাসের মধ্যেই তাঁরা তা শুরু করেন। ক্লাসও শুরু হয়। এবার সমাবর্তনের চার বছর। আমি সকলকে শুভেচ্ছা জানাই।”

বিশ্বজুড়ে সেন্ট জেভিয়ার্স প্রতিষ্ঠানের যে যশ এদিন বারবার নিজের বক্তব্যে তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, তিনি যে কোনও রাজ্য কিংবা যে কোনও দেশে গিয়ে দেখেছেন এই প্রতিষ্ঠানের খ্যাতি কতটা। সেই প্রতিষ্ঠান থেকে এই সম্মান পেয়ে তিনিও অনুপ্রাণিত বলে মন্তব্য করেন। জানান, এই সম্মান আরও বেশি করে তাঁকে কাজে অনুপ্রেরণা দেবে।