Dilip Ghosh: ‘কেউ একটু ফোনে কথা বলে নিচ্ছে, কেউ দু’জনকে ডাকছে, সবই সরকারের নাটক’, নিয়োগ-বিলম্ব নিয়ে চড়া সুর দিলীপের
TET: তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, "বোর্ড এবং সরকার শিক্ষা দফতর পুরো বিষয়টাকে নিশ্চিতভাবে আমার মনে হয় খতিয়ে দেখছে। যেটা যথাযথ সেটাই হওয়া উচিৎ সেটাই করা উচিৎ।"
![Dilip Ghosh: 'কেউ একটু ফোনে কথা বলে নিচ্ছে, কেউ দু'জনকে ডাকছে, সবই সরকারের নাটক', নিয়োগ-বিলম্ব নিয়ে চড়া সুর দিলীপের Dilip Ghosh: 'কেউ একটু ফোনে কথা বলে নিচ্ছে, কেউ দু'জনকে ডাকছে, সবই সরকারের নাটক', নিয়োগ-বিলম্ব নিয়ে চড়া সুর দিলীপের](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/10/dilip-4.jpg?w=1280)
কলকাতা: পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে সোমবারই দিল্লি রওনা হলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে টেট পরীক্ষার্থীদের রাতভর অবস্থান নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। একইসঙ্গে দিলীপের খোঁচা, যেভাবে রাজ্য সরকার এগোচ্ছে তাতে ততদিন ক্ষমতা ধরে রাখতে পারবে না নিয়েই সংশয় আছে। একইসঙ্গে প্রশ্ন তোলেন চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়েও।
২০১৪ সালের টেট উত্তীর্ণদের রাতভর বিক্ষোভ নিয়ে দিলীপ ঘোষ বলেন, “আট ন’ বছর ধরে তাঁরা অপেক্ষা করছেন। পরীক্ষার পাশ করেছেন তাঁরা, চাকরি পাওয়াটা তো তাঁদের অধিকারের মধ্যে পড়ে। ধীরে ধীরে বয়স চলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তাঁদের মধ্যে একটা চিন্তা আছে ভবিষ্যৎ নিয়ে। অথচ সরকারের তরফে কোনও হেলদোল নেই। কেউ কোনও কথা দিচ্ছে না। খালি নাটক হচ্ছে। কেউ একটু ফোনে কথা বলে নিচ্ছে। কেউ দু’জনকে ডেকে নিয়ে নাটক করছে। এখন যা পরিস্থিতি এই সরকার থাকবে কি না, ক’দিন থাকবে, সরকারের নেতারা কে কোথায় থাকবে সরকার বেশি চিন্তিত। এতে পরীক্ষার্থীদেরও উদ্বেগ বেড়েছে। জানি না কতদিনে কী হবে। আদৌ চাকরি হবে কি না!”
তৃণমূলের বিধায়ক তাপস রায় এই নিয়োগ নিয়ে বলেন, “বোর্ড এবং সরকার শিক্ষা দফতর পুরো বিষয়টাকে নিশ্চিতভাবে আমার মনে হয় খতিয়ে দেখছে। যেটা যথাযথ সেটাই হওয়া উচিৎ সেটাই করা উচিৎ।” সোমবার থেকে করুণাময়ীতে ধরনায় বসেছেন ২০১৪ সালে টেট পাশ করা নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবি তো তাঁদের রয়েছেই। একইসঙ্গে তাঁরা সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তি মেনে ইন্টারভিউ দিতেও নারাজ। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৪ সাল ও ২০১৭ সালে টেট উত্তীর্ণদের ইন্টারভিউ হবে একসঙ্গে। এখানেই আপত্তি ২০১৪ সালে পাশ করা চাকরিপ্রার্থীদের।
তাঁরা জানান, ইতিমধ্যেই দু’বার তাঁদের ইন্টারভিউ হয়েছে। এত বছর ধরে নিয়োগের অপেক্ষা করতে করতে কারও বয়স পেরিয়ে গিয়েছে ইন্টারভিউয়ে বসার। ফলে নতুন করে আর তাঁরা ইন্টারভিউ দিতে নারাজ। এই নিয়েই সোমবার রাতভর করুণাময়ীতে বসেছিলেন তাঁরা। মঙ্গলবার সকালেও অবস্থান চলছে। তাঁদের সাফ দাবি, ইন্টারভিউ দেবেন না। এক বিক্ষোভকারী জানান, “প্রাক্তন পর্ষদ সভাপতির পথেই তো বর্তমান পর্ষদ সভাপতিও চলছেন। উনি কেন বুঝতে পারছেন না আমরা দীর্ঘ আট বছর ধরে বঞ্চিত। কেন উনি ২০১৭’র সঙ্গে ২০১৪দের ইন্টারভিউ দিতে বলছেন? দু’টো সম্পূর্ণ আলাদা।”
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)