CBI on Partha: ‘লাল মার্ক করে যেটা জমা দিয়েছি, তদন্তের মোড় ঘুরিয়ে দেবে’, আদালতে কী জমা দিল সিবিআই?
Partha Chatterjee: সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি আদালতে তোলা হয় শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।
![CBI on Partha: 'লাল মার্ক করে যেটা জমা দিয়েছি, তদন্তের মোড় ঘুরিয়ে দেবে', আদালতে কী জমা দিল সিবিআই? CBI on Partha: 'লাল মার্ক করে যেটা জমা দিয়েছি, তদন্তের মোড় ঘুরিয়ে দেবে', আদালতে কী জমা দিল সিবিআই?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/08/Partha.jpeg?w=1280)
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের (CBI)। এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য শান্তিপ্রসাদ সিনহা ও এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আলিপুর জজ কোর্টে তোলা হয়। পার্থর আইনজীবী জামিনের আর্জি জানান। এরপরই পাল্টা সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, নিয়োগ দুর্নীতি নিয়ে যথেষ্ট প্রমাণ হাতে রয়েছে তদন্তকারী সংস্থার হাতে। সিবিআই মামলায় এদিন ফের পার্থকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ১৪ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে তাঁকে।
বিচারককে কেস ডায়েরি জমা দিয়ে সিবিআইয়ের তদন্তকারী অফিসার বলেন, ‘হুজুর আপনার কাছে লাল মার্ক করে যেটা জমা দিয়েছি তা তদন্তের মোড় ঘুরিয়ে দেবে।’ একইসঙ্গে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের প্রত্যেকের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে সিবিআইয়ের হাতে। একইসঙ্গে তিনি দাবি করেন, এখানে প্ল্যান করে ক্রাইম করা হয়েছে। অর্থাৎ হঠাৎ করে কিছু ঘটে গিয়েছে এমনটা মানতে নারাজ তদন্তকারীরা। আদালতে তারা দাবি করেছে, রীতিমতো পরিকল্পনা করে এই অপরাধ ঘটানো হয়েছে।
সিবিআই জানায়, তাদের তদন্ত করা মামলায় ৩৪০ জন রয়েছেন। কিন্তু অন্য মামলায় ১ হাজার জন প্রার্থী আছেন। এই সংখ্যাটা আরও বাড়তে পারে। তদন্তের এই পর্যায়ে জামিন দেওয়া যাবে না বলেও দাবি করে সিবিআই। তারা জানায়, তদন্ত চলছে। ফের জেল হেফাজতে পাঠানো হোক পার্থকে।
সোমবার সকাল সাড়ে ১০টার কিছু আগে পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে তোলা হয়। বাকিদেরও সে সময়ই আদালতে তোলা হয়। বেলা ২টোর আগেই শুনানি সমাপ্ত হয়। প্রায় এক মাস পর এদিন আদালতে তোলা হয় তাঁদের। পুজোর ছুটির কারণে এই সময় কোনও শুনানি হয়নি। এদিন পার্থর আইনজীবী বারবারই বলেন, যে কোনও মূল্যে জামিন দেওয়া হোক পার্থকে। সেক্ষেত্রে পাসপোর্ট জমা নেওয়ার আর্জিও জানান আইনজীবী। একইসঙ্গে ঘরে নজরবন্দির কথাও বলেন। পার্থর শারীরিক সমস্যার কথাও তুলে ধরেন তাঁরা। তবে প্রথম থেকেই সিবিআই অনড়। কোনওভাবেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দিতে নারাজ তাঁরা। এতে তদন্ত ব্যহত হতে পারে বলেও মত তাদের।
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)