Ganga Arati: গঙ্গা আরতি হবেই, বাবুঘাটে চলছে বিজেপির মঞ্চ বাঁধা! ওদিকে হাজির পুলিশও

Ganga Arati: বিজেপির তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, আজ গঙ্গা আরতি হবে। প্রশাসনের কোনও বাধা মানা হবে না।

Ganga Arati: গঙ্গা আরতি হবেই, বাবুঘাটে চলছে বিজেপির মঞ্চ বাঁধা! ওদিকে হাজির পুলিশও
বাবুঘাটে মঞ্চ বাঁধা চলছে।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2023 | 12:39 PM

কলকাতা: গঙ্গা আরতি (Ganga Arati) নিয়ে পুলিশ বিজেপি (BJP) ‘সংঘাত’। বিজেপির গঙ্গা আরতির কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশের। এদিকে নিজের অবস্থানে অনড় বিজেপি। বঙ্গ বিজেপির তরফে মঙ্গলবার বাজা কদমতলা ঘাটে গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে। গঙ্গাসাগর মেলার জন্য ইতিমধ্যেই বহু পুণ্যার্থী বাবুঘাটে ভিড় জমাতে শুরু করেছেন। পাশাপাশি জি২০ বৈঠকও চলছে কলকাতায়। এইসব কারণের উল্লেখ করে বিজেপির কর্মসূচিতে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। পুলিশের তরফে আবেদন করা হয়েছে, গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর যেন নতুন করে এই কর্মসূচির জন্য আবেদন করা হয়। তবে বিজেপির তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, আজ গঙ্গা আরতি হবে। প্রশাসনের কোনও বাধা মানা হবে না। এদিন সকাল থেকে বাবুঘাটে মঞ্চ বাধার কাজও শুরু হয় বিজেপির তরফে। পুলিশ পাল্টা মঞ্চ সরানোর কথা বলে। সকাল থেকে পারদ চড়া শুরু। গঙ্গা আরতিকে কেন্দ্র করে চড়ছে রাজনীতির পারদও।

এদিন ত্রিপুরা যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “গঙ্গা আরতি নিয়ে আপত্তির কারণ বিজেপির ভূত। বিজেপি আতঙ্কে ওরা ঘুমোতে পারছে না। যারা রাষ্ট্রবাদী, সনাতন সংস্কৃতির ধারক বাহক, তাদের বাধা দেওয়াই এদের কাজ।”

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই বলেছেন, “পুলিশ তার মতো করে চেষ্টা করলেও আমি গঙ্গা আরতিতে অংশগ্রহণ করব।” বিজেপির এই কর্মসূচি নিয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় বলেন, “বিজেপি কোথায় করছে আমি জানি না। তৃণমূল করছে জানি। গত দু’মাসে আমি দু’টো গঙ্গা আরতি করলাম ভূতনাথ ঘাটে। এখন গঙ্গা আরতির জন্য আরও একটি স্থান নির্ধারিত করছে সরকার। মোটামুটিভাবে প্রস্তাবিত হয়েছে বাবুঘাট। পরে মুখ্যমন্ত্রী নিজে এলাকা পরিদর্শন করে নির্ধারণ করবেন কোথায় গঙ্গা আরতি হবে। কাশী বিশ্বনাথের গঙ্গা আরতির মতো নিয়মিত তা হবে।”