CBI: এবার অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব সিবিআইয়ের
CBI: প্রসেনজিৎ দাস নামে এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় এই তলব বলে সিবিআই সূত্রে খবর।
![CBI: এবার অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব সিবিআইয়ের CBI: এবার অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব সিবিআইয়ের](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/10/debraj-1.jpg?w=1280)
কলকাতা: ভোট পরবর্তী অশান্তি মামলায় এবার বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই (CBI)। সিবিআই সূত্রে তেমনই খবর। দেবরাজ বিধাননগরের কাউন্সিলর। তৃণমূলের যুবনেতা তিনি। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ তাঁকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে। বাগুইআটি থানা এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাসের অস্বাভাবিক মৃত্যুতে তাঁর পরিবার খুনের অভিযোগ তোলে। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এদিন দেবরাজকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। দেবরাজ চক্রবর্তী জানিয়েছেন, তিনি তদন্তকারীদের মুখোমুখি হবেন। নির্ধারিত সময়েই যাবেন সিজিওতে।
নির্ধারিত সময়েই সিজিও কমপ্লেক্সে হাজির হয় দেবরাজের গাড়ি। সিজিওর ভিতরে ঢোকার আগে দেবরাজ চক্রবর্তী বলেন, “আমাকে একটা নোটিস পাঠানো হয়েছে। আমাকে ডাকা হয়েছে। তদন্তের কাজে সহযোগিতা করতে আমি এসেছি। এখন ভিতরে কী হবে ওনারাই বলবেন। ওনারা যা জিজ্ঞাসাবাদ করবেন তার জন্য আমার পক্ষে যতটুকু ইনফরমেশন আছে আমি সহযোগিতা করব। ২০২১ সালের একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে ডাকা হয়েছে।”
ভোট পরবর্তী অশান্তি মামলায় এবার সিবিআইয়ের নজরে দমদম ও ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি দেবরাজ চক্রবর্তী। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সীর স্বামী তিনি। বিধাননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ড অর্থাৎ দমদম পার্কের হরিচাঁদ পল্লির বাসিন্দা বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসকে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে দেবরাজ।
কী ঘটেছিল?
একুশের বিধানসভা ভোটের ফল প্রকাশের পরই হরিচাঁদ পল্লিতে প্রসেনজিৎ দাস নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের পক্ষ থেকে বাগুইআটি থানায় খুনের অভিযোগ করা হয়। তবে পরিবার অভিযোগ তোলে, থানা কোনওরকম সহযোগিতা করেনি। এরপরই আদালতের দ্বারস্থ হয় তারা। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তোলা হয়। এই ঘটনায় তৃণমূলের লোকজনের দিকেই পরিবারের অভিযোগের আঙুল ছিল।
এরপর আদালতের নির্দেশেই ভোট পরবর্তী অশান্তি মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই। যেসব জায়গা থেকে অভিযোগ আসে, সেইসব জায়গা ঘুরে দেখে তারা। কেন্দ্রীয় তদন্তকারীরা প্রসেনজিৎ দাসের মায়ের সঙ্গে কথা বলে। কীভাবে, কোন অবস্থায় প্রসেনজিতের মৃতদেহ উদ্ধার হয়েছিল জানতে চান তাঁরা।
ভোট পরবর্তী অশান্তির মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এ সংক্রান্ত খুন, ধর্ষণ, মহিলাদের উপর অত্যাচারের যে অভিযোগ উঠে এসেছে, সেগুলির তদন্ত করবে সিবিআই। ভোট পরবর্তী হিংসায় অন্যান্য অভিযোগগুলির তদন্ত করার জন্য সিট গঠন করতে বলেছিল হাইকোর্ট। এই মামলাতে ইতিমধ্যেই শাসকদলের দুই দাপুটে নেতা অনুব্রত মণ্ডল, পরেশ পালকে তলব করেছে সিবিআই। এবার দেবরাজের সঙ্গে কথা বলতে চায় তারা।
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)