Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CV Ananda Bose: বাইশে বোসকে পেল বাংলা

CV Ananda Bose: জগদীপ ধনখড়ের উত্তরসূরি হিসেবে বাংলার সাংবিধানিক প্রধানের দায়িত্ব নিয়েছেন সিভি আনন্দ বোস।

| Updated on: Dec 31, 2022 | 5:47 PM
নতুন বছরের প্রতীক্ষা। আর এই প্রতীক্ষার মাঝে ফিরে দেখা বিদায়ী বছরকে। যেখানে ঘটনার ঘনঘটা। রাজ্য রাজনীতিতে একাধিক পট পরিবর্তন। শাসক-বিরোধী তরজা। এই বিদায়ী বছরের উল্লেখযোগ্য ঘটনাগুলির একটি রাজ্যে নতুন রাজ্যপাল। আবার নতুন রাজ্যপালের নামের সঙ্গে বাঙালি-ছোঁয়া।

নতুন বছরের প্রতীক্ষা। আর এই প্রতীক্ষার মাঝে ফিরে দেখা বিদায়ী বছরকে। যেখানে ঘটনার ঘনঘটা। রাজ্য রাজনীতিতে একাধিক পট পরিবর্তন। শাসক-বিরোধী তরজা। এই বিদায়ী বছরের উল্লেখযোগ্য ঘটনাগুলির একটি রাজ্যে নতুন রাজ্যপাল। আবার নতুন রাজ্যপালের নামের সঙ্গে বাঙালি-ছোঁয়া।

1 / 6
সিভি আনন্দ বোস

(ফাইল ছবি)

সিভি আনন্দ বোস (ফাইল ছবি)

2 / 6
কয়েকমাস সেই দায়িত্ব পালন করেন লা গণেশন। অবশেষে নভেম্বরে বাংলায় স্থায়ী রাজ্যপালের নাম ঘোষণা করে কেন্দ্র। আর স্থায়ী রাজ্যপালের নাম শুনে অনেকেই প্রথমে চকিত হন। সিভি আনন্দ বোস। নতুন রাজ্যপালের নামে বোস দেখে তাঁর বাংলা যোগ নিয়ে জল্পনা শুরু হয়। তিনি অবশ্য বাঙালি নন। কেরলের বাসিন্দা।

কয়েকমাস সেই দায়িত্ব পালন করেন লা গণেশন। অবশেষে নভেম্বরে বাংলায় স্থায়ী রাজ্যপালের নাম ঘোষণা করে কেন্দ্র। আর স্থায়ী রাজ্যপালের নাম শুনে অনেকেই প্রথমে চকিত হন। সিভি আনন্দ বোস। নতুন রাজ্যপালের নামে বোস দেখে তাঁর বাংলা যোগ নিয়ে জল্পনা শুরু হয়। তিনি অবশ্য বাঙালি নন। কেরলের বাসিন্দা।

3 / 6
বাঙালি যোগ আছে বললেও বোধহয় ভুল বলা হবে না। আর কী এই যোগ-সূত্র, তা খোলসা করেন সিভি আনন্দ বোস নিজেই। বলেন, “আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর দেখানো পথে চলতেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁর সব ছেলের নামের সঙ্গে বোস থাকবে। আমার ভাই-বোনদের সবার নামের সঙ্গে বোস রয়েছে।"

বাঙালি যোগ আছে বললেও বোধহয় ভুল বলা হবে না। আর কী এই যোগ-সূত্র, তা খোলসা করেন সিভি আনন্দ বোস নিজেই। বলেন, “আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর দেখানো পথে চলতেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁর সব ছেলের নামের সঙ্গে বোস থাকবে। আমার ভাই-বোনদের সবার নামের সঙ্গে বোস রয়েছে।"

4 / 6
বাঙালি না হলেও বাংলার সঙ্গে আগে থেকেই দীর্ঘ পরিচয় রয়েছে নতুন রাজ্যপালের। কী সেই যোগ, সেটাও জানান তিনি। ব্যাঙ্কার হিসেবে তিনি কেরিয়ার শুরু করেছিলেন কলকাতা থেকেই। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় প্রবিশনারি অফিসার হিসেবে শ্যামবাজার, চৌরঙ্গী, রাসবিহারী অ্যাভিনিউতে কাজ করেছেন।

বাঙালি না হলেও বাংলার সঙ্গে আগে থেকেই দীর্ঘ পরিচয় রয়েছে নতুন রাজ্যপালের। কী সেই যোগ, সেটাও জানান তিনি। ব্যাঙ্কার হিসেবে তিনি কেরিয়ার শুরু করেছিলেন কলকাতা থেকেই। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় প্রবিশনারি অফিসার হিসেবে শ্যামবাজার, চৌরঙ্গী, রাসবিহারী অ্যাভিনিউতে কাজ করেছেন।

5 / 6
রাজ্যপাল সি ভি আনন্দ বোস (ফাইল ছবি)

রাজ্যপাল সি ভি আনন্দ বোস (ফাইল ছবি)

6 / 6
Follow Us: