Panchayat Election 2023 LIVE: ময়না থানার ওসিকে পাঠানো হল ছুটিতে

| Edited By: | Updated on: Jun 30, 2023 | 11:30 PM

West Bengal Panchayat Election 2023 Live updates: এই মুহূর্তে চর্চায় পঞ্চায়েত ভোটে দফা বাড়ানোর জল্পনা। যদিও সে সম্ভাবনা খুবই ক্ষীণ বলে ওয়াকিবহাল মহলের ধারণা। এক দফায় ৮০০ কোম্পানি বাহিনী আদৌ কি দেওয়া সম্ভব তা নিয়েও প্রশ্নের অবকাশ আছে।

Panchayat Election 2023 LIVE: ময়না থানার ওসিকে পাঠানো হল ছুটিতে
কেন্দ্রীয় বাহিনী (ফাইল ছবি)Image Credit source: টিভি নাইন বাংলা

মাঝে আর ঠিক এক সপ্তাহ। আগামী শনিবার রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট (West Bengal Panchayat Elections 2023)। তার আগে দিনভর নানা খবরের আপডেট আসছে বিভিন্ন জেলা থেকে। একইসঙ্গে পঞ্চায়েত ভোট সংক্রান্ত একাধিক মামলা নিয়ে সরগরম হাইকোর্ট, রাজ্য নির্বাচন কমিশনও। নির্দল নিয়ে কঠোর অবস্থানে শাসকদল। রোজই সাসপেন্ড করা হচ্ছে প্রার্থী কিংবা নেতাকে। ভোট-বাংলায় শুক্রবার সারাদিনের নির্বাচনের হাল হকিকত —

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 30 Jun 2023 10:56 PM (IST)

    মাঠে লোকজন নেই, সভাস্থলে পৌঁছেও ভিড় জমার অপেক্ষায় বাবুল

    বাবুল সুপ্রিয়

    শাসক দলের সভাতেই লোক নেই? ব্যাপারটা কী? জেন নিন কী ব্যাখ্যা দিলেন বাবুল।

    বিস্তারিত পড়ুন: ধূপগুড়িতে নির্বাচনী সভা বাবুলের, শোনার লোক কোথায়? ভিড় জমাতে ঠায় অপেক্ষা মন্ত্রীর

  • 30 Jun 2023 10:53 PM (IST)

    পায়ে চোট নিয়েই সভায় বক্তব্য রাখলেন কুণাল

    কুণাল ঘোষের পায়ে চোট

    পঞ্চায়েত ভোটের আগে দলের প্রচারে ব্যস্ত কুণাল ঘোষ। আজ বিকেলে এক সভা চলাকালীন মঞ্চ ভেঙে পায়ে চোট পান তিনি।

    বিস্তারিত পড়ুন: সভা চলাকালীন ভাঙল মঞ্চ, পায়ে চোট কুণালের

  • 30 Jun 2023 10:49 PM (IST)

    কমিশনের অফিসে জরুরি বৈঠক রাজীব সিনহার

    রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা

    আজ বিকেলে জরুরি এক বৈঠকে বসেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার। বেরিয়ে কী বললেন তিনি?

    বিস্তারিত পড়ুন: কমিশনের অফিসে বাহিনী নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, বেরিয়ে কী বললেন রাজীব সিনহা

  • 30 Jun 2023 10:46 PM (IST)

    এখন কেমন আছেন মমতা? কী বললেন চিকিৎসকরা?

    মঙ্গলবার এসএসকেএম থেকে বেরনোর সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়

    আজও চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করতে। এখন কেমন আছেন তিনি?

    বিস্তারিত পড়ুন: এখন কেমন আছেন মুখ্যমন্ত্রী? কবে থেকে আবার বেরতে পারবেন

  • 30 Jun 2023 10:43 PM (IST)

    পাহাড়ে বিজেপি সাংসদের উপর হামলার অভিযোগ

    রাজু বিস্তা

    দার্জিলিংয়ে পোখারিয়াবং বাজার এলাকায় একদল দুষ্কৃতী বিজেপি সাংসদ রাজু বিস্তার গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ সাংসদের।

    বিস্তারিত পড়ুন: অনীতের ‘শান্ত পাহাড়’-এ BJP সাংসদের গাড়িতে হামলার অভিযোগ

  • 30 Jun 2023 08:40 PM (IST)

    চলন্ত গাড়ি থেকেই ডিরেক্ট অ্যাকশন রাজ্যপালের

    ‘গ্রাউন্ড জিরো’য় রাজ্যপাল, মারধরের ফোন পেয়েই কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ। বিস্তারিত পড়ুন – গাড়িতে যেতে যেতে এল ফোন, মারধরের অভিযোগ পেয়েই কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ রাজ্যপালের

  • 30 Jun 2023 07:37 PM (IST)

    ময়নার ওসি বদল

    ভোটের মুখে ময়না থানার ওসি বদল

    বৃহস্পতিবার নন্দীগ্রামের আইসিকে ছুটিতে পাঠানো হয়েছিল। আর আজ ময়নার ওসিকে পাঠানো হল ছুটিতে। প্রশাসনিক সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। কে এলেন ময়নার নতুন দায়িত্বে?

    বিস্তারিত পড়ুন: নন্দীগ্রামের পর এবার ময়না থানার ওসিকেও পাঠানো হল ছুটিতে

  • 30 Jun 2023 02:46 PM (IST)

    আজ বৈঠক

    বাহিনী এবং নিরাপত্তা নিয়ে আলোচনা করতে কমিশনে বৈঠক বিকেলে। মুখোমুখি বৈঠকে বসার কথা কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটর তথা BSF IG এসসি বুদাকুটি এবং রাজ্য পুলিশের নোডাল অফিসার IG সশস্ত্র বাহিনী রাজেশ যাদব। শুক্রবার বিকালে বৈঠক কমিশনে। সঙ্গে থাকবেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। বাহিনীর মুভমেন্ট-সহ স্পর্শকাতর বুথ নিয়ে আলোচনা হবে।

  • 30 Jun 2023 01:04 PM (IST)

    বিরোধীদের বিঁধলেন শতাব্দী

    রাজনৈতিক ইস্যুতে হালকা কথা বলে ভোট পাওয়া যাবে না, ভোট পেতে গেলে কাজ করতে হবে। পাণ্ডবেশ্বরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে বিরোধীদের আক্রমণে সাংসদ শতাব্দী রায়ের। সম্প্রতি শতাব্দীর এই সফর নিয়ে বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেছিলেন, আগে পাণ্ডবেশ্বরে আসতেন অনুব্রত মণ্ডল, এখন অনুব্রত মণ্ডল তিহাড় জেলে। অনুব্রত মণ্ডলকে দেখানোর জন্যই পাণ্ডবেশ্বরে সেলিব্রেশন করতে এসেছেন শতাব্দী রায়। এরই পাল্টা সাংসদ শতাব্দী রায় বলেন, রাজনীতি ইস্যুতে হালকা কথা বলে ভোট পাওয়া যায় না, ভোট পেতে গেলে কাজ করতে হয়।

  • 30 Jun 2023 12:27 PM (IST)

    ফব ও তৃণমূল প্রার্থীর ঝামেলা

    পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার কোটরা গ্রামপঞ্চায়েত এলাকা। সেখানকার কালিয়ানই গ্রামে ফরোয়ার্ড ব্লক ও তৃণমূলের মধ্যে ঝামেলার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাতব্বর গাজি, ফরোয়ার্ড ব্লক প্রার্থী তোয়েব আলি। এই দু’জনের মধ্য়েই ঝামেলা হয় বলে অভিযোগ।

  • 30 Jun 2023 11:20 AM (IST)

    তৃণমূল কর্মীর বাড়িতে আগুন

    পঞ্চায়েত ভোটের আগে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ঘিরে উত্তেজনা। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে হাওড়ার ডোমজুড়ের শলপ তেতুলকুলি এলাকায়। এই নিয়ে রাজ্যের শাসক এবং বিরোধীদের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজ।

  • 30 Jun 2023 11:14 AM (IST)

    ২৭ জন বিতাড়িত মেদিনীপুরে

    মেদিনীপুর সাংগঠনিক জেলার ২৭ জন তৃণমূল নেতা কর্মীকে বহিষ্কার করল দল। মেদিনীপুর শহরের তৃণমূল জেলা পার্টি অফিসে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা সাংবাদিক বৈঠক করে এই ২৭ জনকে বহিষ্কার করার কথা জানান। বহিষ্কৃতদের মধ্যে অনেকেই নির্দল হিসাবে এবার পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন।

  • 30 Jun 2023 11:13 AM (IST)

    বহিষ্কার বাড়ছে বীরভূমে

    দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ১৪ জনকে বহিষ্কার করল বীরভূম জেলা তৃণমূল। বোলপুরে একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী এবং অভিজিৎ চৌধুরী সিংহ। সেখানে তাঁরা জানান, এর আগে ৩০ জনকে বহিষ্কার করা হয়েছে নির্দল হয়ে মনোনয়নপত্র দাখিল করার জন্য। শুক্রবার ফের ১৪ জনকে একই অভিযোগে বহিষ্কার করা হল। যে যত বড় নেতা হোক দলের বিরুদ্ধে গিয়ে কাজ করলে এই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।

  • 30 Jun 2023 11:10 AM (IST)

    বিজেপির বুথ সভাপতিকে মার

    ভোট যত এগিয়ে আসছে, বাড়ছে হিংসার ঘটনা। কুলপির পর এবার রায়দিঘিতে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি রায়দিঘি বিধানসভার বামুনেরচক এলাকার ১২৭ নম্বর বুথে। আহত বিজেপি কর্মীর নাম দেবাশিস হালদার। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি নেতা।

  • 30 Jun 2023 10:49 AM (IST)

    সিসিটিভি বসল বনগাঁয়

    পঞ্চায়েত নির্বাচনের অশান্তির কথা মাথায় রেখে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিল বনগাঁ পুরসভা। যে সমস্ত জায়গায় পুর এলাকা শেষ হয়ে পঞ্চায়েত এলাকার শুরু হচ্ছে সেই জায়গাগুলোয় আলাদা নজরদারি করতে চাইছে পুরসভা।

    সবিস্তারে পড়ুন: ভোট পঞ্চায়েতে, সিসি ক্যামেরায় ঢাকছে পুরএলাকা; ব্যাখ্যা দিলেন পুরপ্রধান

  • 30 Jun 2023 10:45 AM (IST)

    দল থেকে বহিষ্কার

    দলের প্রতীক না পেয়ে নির্দল থেকে হয়ে ভোটে লড়ছিলেন। সে কারণেই ২৭ জন তৃণমূল নেতা কর্মীকে দল থেকে বহিষ্কার করল দল। খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বহিষ্কারের তালিকায় আছে তৃণমূল শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি থেকে বিদায়ী পঞ্চায়েত প্রধানের নামও। তারকেশ্বর ব্লকে ৮ জন ও আরামবাগ ব্লকে ১৯ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি রামেন্দু সিংহরায়। আরামবাগ সাংগঠনিক জেলায় বহিষ্কারের সংখ্যাটা আরও বাড়বে বলে জানান জেলা সভাপতি।

  • 30 Jun 2023 10:44 AM (IST)

    ফ্লেক্স ছেঁড়া হল বিজেপির

    বিজেপির জেলা পরিষদের প্রার্থীর প্রচারের ব্যানার, ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ হুগলির তারকেশ্বরে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও তা অস্বীকার করেছে শাসকদল। তারকেশ্বরের বালিগরি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

    সবিস্তারে পড়ুন: বিজেপি প্রার্থীর ফ্লেক্স-ফেস্টুন ছিঁড়ে মাটিতে, তৃণমূলের দিকেই আঙুল বিরোধীদের

Published On - Jun 30,2023 10:43 AM

Follow Us: