নিম্নচাপে মিলিত মৌসুমী অক্ষরেখা, আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

West Bengal Weather Update: আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টিপাত হবে। এরপর বৃষ্টিপাত বাড়বে উত্তরের জেলাগুলিতে।

নিম্নচাপে মিলিত মৌসুমী অক্ষরেখা, আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2021 | 5:43 PM

কলকাতা: আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে চলেছে গোটা রাজ্যে। শুক্রবার বিকেলে তা মোটামুটি স্পষ্ট করে দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া দাপটে বৃষ্টিপাত আরও বাড়তে চলেছে একাধিক জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টিপাত হবে। এরপর বৃষ্টিপাত বাড়বে উত্তরের জেলাগুলিতে।

আলিপুর আবহওয়া দফতর সূত্রে খবর, গতকালকের নিম্নচাপ বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর লাগোয়া উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা চাইবাসা হয়ে নিম্নচাপের স্থান পর্যন্ত বিস্তৃত হয়েছে। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেক্ষার জোড়া ফলায় আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গে সবজায়গায় বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাত হবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এ ঝাড়গ্রামে।

আগামী ২৭ জুলাইয়ের পর ফের দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে। পাল্লা দিয়ে উত্তরবঙ্গে প্রথম ৩ দিন হালকা বৃষ্টিপাত হবে। তারপর থেকে উপরের ৫ টি জেলা, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি বাড়বে। দুর্গম আবহাওয়ার কথা মাথায় রেখে আগামী ২৫ জুলাই পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। কলকাতাতে মেঘলা আকাশ বজায় থাকবে ও মাঝারি বৃষ্টিপাত আপাতত চলবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে। আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে পালটা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব তৃণমূলের, সাসপেন্ড হয়েও নাছোড় শান্তনু