CM Mamata Banerjee: দিদির ‘ঘোষণায়’ আকাশ ভেঙে পড়ল বাবুনের মাথায়, কী বললেন টিভি-৯ বাংলাকে
CM Mamata Banerjee: ক্ষোভ উগরে দিয়েছেন সায়ন্তিকাও। শেষ বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়েছিলেন সায়ন্তিকা। জয় আসেনি। সায়ন্তিকার আশা ছিল এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রে দল তাঁকে টিকিট দেবে। কিন্তু, তা না মেলাতেই ক্ষোভে ফুঁসছেন অভিনেত্রী।
কলকাতা: লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে ফুঁসছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন। সূত্রের খবর, কলকাতার কাছেই একটি কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন বাবুন। কিন্তু, তাঁকে টিকিট দেয়নি দল। ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। স্পষ্ট বলছেন, “দিদির যাঁরা বেশি কান ভাঙায় তাঁদের মধ্যে অনেকেই টিকিট পেয়েছেন।” আগেই জানিয়েছেন হাওড়া থেকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াতে পারেন তিনি। তবে তাঁর বিজেপি যোগ নিয়েও জল্পনা মাথাচাড়া দিয়েছে। তবে সেই সম্ভাবনা নিজেই উড়িয়ে দিয়েছেন বাবুন। এরইমধ্যে ভাইয়ের সঙ্গে সব সম্পর্ক শেষ করে ফেলেছেন মমতা। সাংবাদিক বৈঠকে ভাইকে ‘ত্যাজ্য’ করার ঘোষণাও করেন। শিলিগুড়ি থেকে বলেন, “বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। আমাদের পরিবারের ও কোনও মেম্বার বলে আমি মনে করি না। আমার ভাই হিসেবে আর পরিচয় দেবেন না।”
মমতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাবুন বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমার দিদি। উনিই আমার অভিভাবক। বিজেপি নিয়ে যে খবর আসছে ওটা ফেক নিউজ। এর থেকে বেশি কিছু বলার নেই।” প্রসঙ্গত, একদিন আগেই টিকিট না পেয়ে টিভি-৯ বাংলায় ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দল তাঁকে প্রার্থী না করায় প্রকাশ্যেই নিজের অভিমানের কথা জানান।
শেষ বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়েছিলেন সায়ন্তিকা। জয় আসেনি। সায়ন্তিকার আশা ছিল এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রে দল তাঁকে টিকিট দেবে। কিন্তু, তা না মেলাতেই ক্ষোভে ফুঁসছেন অভিনেত্রী। গত রবিবার ব্রিগেডের সভা থেকে বাংলার ৪২ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। অনেক পুরনো মুখ যেমন বাদ পড়েছে, তেমনই জায়গা পেয়েছে অনেক নতুন মুখ। টিকিট পাননি মিমি চক্রবর্তী, নুসরত জাহানের মতো অভিনেত্রীরা।