Murder : লন্ডভন্ড আলমারি, সোনাগাছিতে ‘খুন’ যৌনকর্মী

Murder : পুলিশের অনুমান, খদ্দের সেজে কেউ ওই মহিলার ঘরে ঢুকেছিল। তারপর খুন করে আলমারি খুলে জিনিসপত্র নিয়ে গিয়েছে।

Murder : লন্ডভন্ড আলমারি, সোনাগাছিতে 'খুন' যৌনকর্মী
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2022 | 11:47 PM

কলকাতা : ঘরে ছড়িয়ে ছিটিয়ে রক্তের দাগ। আলমারি খোলা। জিনিসপত্র লন্ডভন্ড করা হয়েছে। সেই ঘরেই পড়ে রয়েছেন এক মহিলা। তাঁর দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। সোনাগাছির ঘটনা। ওই মহিলাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কী কারণে এই খুন, তা তারা খতিয়ে দেখছে।

মৃত মহিলা পেশায় যৌনকর্মী ছিলেন। বড়তলা থানা এলাকার একটি ঘর থেকে আজ তাঁর দেহ উদ্ধার হয়। প্রতিবেশীরা ওই মহিলাকে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ এসে দেখে, ঘর লন্ডভন্ড। আলমারি খোলা। দেখে মনে হচ্ছে, তন্ন তন্ন করে ঘরে কিছু খোঁজা হয়েছে। মহিলার গলা-সহ একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, খদ্দের সেজে এসে কেউ এই কাজ করেছে। বছর আটচল্লিশের ওই মহিলার সঙ্গে ওই খদ্দেরের আগে থেকে পরিচয় ছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। আলমারি থেকে কোনও জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে বলেও তারা মনে করছে। কেন ওই যৌনকর্মীকে খুন করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের পর খুনি কী ভাবে এলাকা ছাড়ল, সেটাও খতিয়ে দেখতে চাইছে পুলিশ। পুলিশের অনুমান, খুনির ওই এলাকায় নিয়মিত যাতাযাত থাকলে, কেউ তাকে সন্দেহের চোখে দেখবে না। এক্ষেত্রেও সেটাই হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান হোমিসাইড শাখার টিমও।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অন্য যৌনকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কীভাবে ঘটনা ঘটল বুঝতে পারছেন না তাঁরা। তাঁদের দাবি, খুনিকে দ্রুত গ্রেফতার করা হোক।