Yoga Council: পাহাড় প্রমাণ দুর্নীতি! ২৪ জন যোগ চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল
Yoga Council: ২০২১ সালে যোগ চিকিৎসক হিসাবে ২৭২ জনের পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য ভবনের আয়ুষ ব্রাঞ্চ। বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন দফায় পরীক্ষা নেওয়ার কথা স্বাস্থ্য ভবনকে জানানো হয়।
![Yoga Council: পাহাড় প্রমাণ দুর্নীতি! ২৪ জন যোগ চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল Yoga Council: পাহাড় প্রমাণ দুর্নীতি! ২৪ জন যোগ চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Yoga-.jpg?w=1280)
কলকাতা: যোগ কাউন্সিলে দুর্নীতির পর্দাফাঁস করেছিল টিভি নাইন বাংলা। সেই খবরের জোরে ২৪ জন যোগ চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য যোগ কাউন্সিল। স্বাস্থ্য ভবনের রিপোর্টে মেলে পাহাড় প্রমাণ দুর্নীতির হদিশ।
গত ২৮ নভেম্বর TV9 বাংলায় যোগ কাউন্সিলে দুর্নীতির খবর সম্প্রচারিত হয়। যোগ কাউন্সিলে চিকিৎসক হিসাবে যাঁদের শংসাপত্র দেওয়া হয়েছে, সেই সার্টিফিকেটগুলো ভুয়ো। কারণ তাঁদের সেই যোগ্যতাই নেই। টাকার বিনিময়ে সেই সার্টিফিকেট দেওয়া হয়েছে।
কাউন্সিলের দুর্নীতি নিয়ে রাজ্যপালের কাছে প্রথমে অভিযোগ করেন এক ব্যক্তি। সেই অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য ভবনকে তদন্তের জন্য চিঠি দেন রাজ্যপাল। রাজভবনের চিঠি পেয়ে গত ২৭ অগস্ট কাউন্সিলের কাছে রিপোর্ট তলব করে স্বাস্থ্য ভবন। সেই রিপোর্টেই হদিস মেলে পাহাড় প্রমাণ দুর্নীতির তথ্য।
রিপোর্ট বলছে, পরীক্ষা না নিয়েই টাকার বিনিময়ে ২৪ জনকে যোগ চিকিৎসকের স্বীকৃতি দিয়েছে কাউন্সিল! TV9 বাংলার খবর মান্যতা পায়।
প্রসঙ্গত, ২০২১ সালে যোগ চিকিৎসক হিসাবে ২৭২ জনের পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য ভবনের আয়ুষ ব্রাঞ্চ। বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন দফায় পরীক্ষা নেওয়ার কথা স্বাস্থ্য ভবনকে জানানো হয়। অভিযুক্ত রেজিস্ট্রার শুভ্র ভট্টাচার্যের দাবি ছিল, প্রথম দফার পরীক্ষা হয়েছে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর। তদন্তে নেমে কাউন্সিল জানতে পারে ওই দিন কোনও পরীক্ষাই হয়নি!
২০২৪ সালের ১৩-২০ জানুয়ারি পরীক্ষাতেও অনিয়মের অভিযোগ ওঠে। পরীক্ষায় বসার জন্য যোগের অভিজ্ঞতা রয়েছে এই মর্মে শংসাপত্র প্রয়োজন। কাউন্সিল সূত্রের খবর, যিনি পরীক্ষা নিচ্ছেন সেই প্রাক্তন রেজিস্ট্রার শুভ্র ভট্টাচার্যই আবেদনকারীর অভিজ্ঞতার শংসাপত্রে সই করেছেন!
দুর্নীতির কথা স্বীকার করেন কাউন্সিল সভাপতি তুষার শীল। প্রাক্তন রেজিস্ট্রার শুভ্র ভট্টাচার্য তাঁকে অন্ধকারে রেখে দুর্নীতি করেছে বলে দাবি করেছিলেন সভাপতি তুষার শীল। প্রাক্তন রেজিস্ট্রার আবার সভাপতির দিকে আঙুল তোলেন।
এ নিয়ে টিভি নাইন খবর করার পর রেজিস্ট্রেশন বাতিল ২৪ জন যোগ চিকিৎসকের। সাতদিনের মধ্যে ভুয়ো যোগ চিকিৎসকদের শংসাপত্র ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
![প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর... প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Rabindranath-Love-Quotes.jpg?w=670&ar=16:9)
![মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে? মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Maha-Kumbh-Snan.jpg?w=670&ar=16:9)
![কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Kiss-Day-know-what-is-the-benefits-of-Kissing.jpg?w=670&ar=16:9)
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)