EXCLUSIVE: পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে নিয়ে মিমের বন্যা! নেটিজেনদের ‘খোঁচায়’ রাগে ফুঁসছেন বৈশাখী

EXCLUSIVE: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের পরই উঠেছে আসছে কলকাতার প্রাক্তন মেয়র চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও। সোশ্যাল মিডিয়ায় চলছে দেদার হাসি মশকরা। তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন বৈশাখী।

EXCLUSIVE: পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে নিয়ে মিমের বন্যা! নেটিজেনদের ‘খোঁচায়’ রাগে ফুঁসছেন বৈশাখী
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2022 | 12:57 AM

কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় (SSC corruption case) জোরদার তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার দিনভর রাজ্যের একাধিক প্রান্তে জোরদার তদন্তে নামেন ইডি-র আধিকারিকরা। তদন্ত চালানো হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Parseh Adhikari) সহ একাধিক ‘রাঘববোয়ালের’ বাড়িতে। এদিকে শুক্রবার সন্ধ্যাতেই মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দক্ষিণ কলকাতার বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করা হয়। অর্পিতা মুখোপাধ্যায় আবার পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করেছে ইডি। এদিকে এখনও চলছে তদন্ত। উদ্ধার হয়েছে বিদেশি মুদ্রা-সোনা। যা নিয়ে তোলাপাড় রাজ্য-রাজনীতি। 

অর্পিতার বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের পরই পার্থ-অর্পিতাকে নিয়ে মিমের বন্যা বয়ে যাচ্ছে। উঠেছে আসছে কলকাতার প্রাক্তন মেয়র চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও। সোশ্যাল মিডিয়ায় চলছে দেদার হাসি মশকরা। এবার তা নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন বৈশাখী। প্রয়োজনে সাইবার পুলিশের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বৈশাখী। এ প্রসঙ্গে বৈশাখী বলেন, “ইতিমধ্যেই এগুলি আমার নজরে এসেছে। আমি এর বিরুদ্ধে সাইবার সেলে অভিযোগ জানাব। অপপ্রচার করে কলুষিত করা হচ্ছে। উই আর নট পার্টনারস ইন ক্রাইম। আমার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি। যাঁরা অপপ্রচার করছেন, তাঁরা সারদা কর্তার সঙ্গে দেবযানির কথা টানুন।” প্রসঙ্গত, এর আগে একাধিক রাজনৈতিক ইস্যুতে বারেবারেই খবরের শিরোনামে উঠে এসেছেন শোভন-বৈশাখী। এমনকী তাদের ‘বন্ধুত্বের’ সম্পর্ক বরাবরই রয়েছে আম-আদমির কেন্দ্রবিন্দুতে।

এদিকে শুক্রবার সকাল থেকে রাজ্যের ১৪ প্রান্তে জোরদার তদন্ত চললেও এখনও  তা শেষ হয়নি। শুক্রবার রাতে ঘড়ির কাটা সাড়ে এগোরাটা পার করলেও এখনও পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন ইডি-র আধিকারিকরা। অন্যদিকে ম্যারাথন তদন্ত চলছে আরও একাধিক ‘রাঘববোয়ালদের’ বাড়িতেও।