Ex Girlfriend: প্রাক্তন প্রেমিকার মুন্ডু নিয়ে থানায় হাজির অভিযুক্ত, তারপর হুলস্থুল কাণ্ড!
Murder Case: ২৫ বছরের ওই যুবকের সঙ্গেই প্রেমের সম্পর্ক ছিল ২১ বছরের নির্মলার। কিন্তু সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল।
বেঙ্গালুরু: প্রেমিক প্রেমিকা ছিলেন তাঁরা। বেশ কয়েক বছর প্রেমের সম্পর্ক ছিল তাঁদের মধ্যে। কিন্তু সম্প্রতি সেই ভেঙে গিয়েছিল সেই সম্পর্ক। প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিলেন না প্রেমিকার বাবা। তখন থেকেই প্রেমিকের সন্দেহ ছিল, অন্য কারও সঙ্গে প্রেমের সম্পর্ক হয়েছে প্রেমিকার। যদিও মাসখানেক আগে বিয়ে করেন ওই যুবক। কিন্তু তা সত্ত্বেও প্রাক্তন ভালোবাসার মানুষের উপর রাগ কমেনি। তাঁকে বাড়িতে একা পেয়ে তাঁর গলা কেটে খুন করলেন প্রেমিক। মুন্ডু কেটে নিয়ে গেলেন থানায়। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কর্নাটকের বিজয়নগর জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজয়নগর জেলার কুদলিগি তালুকে রয়েছে কান্নাবোরানাইয়া গ্রাম। সেই গ্রামেই বাড়ি ভজারাজের। ২৫ বছরের ওই যুবকের সঙ্গেই প্রেমের সম্পর্ক ছিল ২১ বছরের নির্মলার। কিন্তু সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। নির্মলাকে বিয়ে করতে চেয়ে তাঁর পরিবারের দ্বারস্থ হয়েছিলেন ভজারাজ। কিন্তু নির্মলার বাবা তাঁর সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেন না। জানা গিয়েছে ভজারাজ লরি চালকের কাজ করতেন। নির্মলা নার্সিং নিয়ে কালাবুর্গির একটি কলেজে পড়াশোনা করছেন। নির্মলার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর ভজারাজের সন্দেহ হয়, অন্য কারও সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে নির্মলার। যদিও সম্প্রতি অন্য এক মহিলার সঙ্গে বিয়ে হয়েছে ভজারাজুর। কিন্তু সম্পর্ক ভাঙার পর নির্মলার উপর রাগ তাঁর এতটুকু কমেনি।
সম্প্রতি কলেজের ছুটিতে বাড়ি এসেছিলেন নির্মলা। তাঁর বাবা-মা গিয়েছিলেন কাজে। তখন বাড়িতে একাই ছিলেন তিনি। সে সময়ই ভজারাজ যান তাঁর বাড়ি। ধারালো অস্ত্র দিয়ে দেহ থেকে আলাদা করে দেন মাথা। তার পর সেই কাটা মুন্ডু নিয়ে যান থানায়। অভিযুক্ত ভজারামকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ৪৫০ নম্বর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পুরনো প্রেমের সমস্যার জেরেই এই খুনের ঘটনা ঘটেছে।